অনুভূতি

লিখেছেন লিখেছেন ইকবাল মোর্শেদ ১৩ আগস্ট, ২০১৪, ০৭:১৭:৫৩ সন্ধ্যা

মূঢ়তা কি?

অনুভূতিই বা কি?

অনুভূতিগুলো কোথায় থাকে?

মস্তিষ্কের জড় নিউরণগুলোর রন্ধ্রে রন্ধ্রে?

তড়িতের বেশ ধরে

কোষ থেকে কোষে

প্রচণ্ড গতিতে

ছুটন্ত ঘোড়ারুপে;

নাকি, হৃৎপিন্ডের যান্ত্রিক ধুপ ধুপ শব্দে?

যুদ্ধের দামামা শুনে

একই লয়ে পদাঘাত করে

সেনাদল যখন এগিয়ে চলে

হত্যা করার কিংবা হত্যা হবার

উত্তেজনা নিয়ে;

সে কি দেহসিন্দুকে চিরবন্দী ?

তবে কেমন করে সে ছুটে চলে

প্রশান্তের নীল জলরাশির গভীরে

মাছেদের সাথে খেলা করতে,

কিংবা সাইবেরিয়ার হিমপাহাড়ে

স্লেজটানা গাড়িতে চড়তে,

অথবা, পৃথিবীর মায়া ত্যাগ করে

গ্যালাক্সী থেকে গ্যালাক্সী ঘুরতে,

স্থান এবং কালের সকল পরিসীমাকে

বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে।

তার জন্মই বা হোলো কি করে?

ফুটন্ত তরল থেকে বাষ্প যেরূপে?

দৃশ্যমান থেকে অদৃশ্য হয়ে;

নাকি, ছোট্ট বীজ থেকে চারা যেরুপে?

প্রাণহীন থেকে প্রাণশক্তি নিয়ে;

জড়, স্পৃশ্য , মূর্ত বীজ থেকে

অজড়, অস্পৃশ্য, বিমূর্ত চারা কি গজাতে পারে?

জড় আর অজড় এর,

প্রাণ আর প্রাণহীনতার,

অনুভূতি আর অনুভূতিহীনতার,

বিভেদ রেখাতো টানতে পারেনি বিজ্ঞান

কবিতা কি পারবে?

-ইকবাল মোর্শেদ

৮ আগস্ট, ২০১৪

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253988
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
ইকবাল মোর্শেদ লিখেছেন : এই ব্লগে কবিতা লেখা তো খুব ঝামেলার কাজ। লাইন স্পেসিং কিছু্‌ই তো ঠিক থাকেনা :(
254074
১৪ আগস্ট ২০১৪ রাত ১২:০১
আফরা লিখেছেন : তাহলে কবিতা না লিখে গল্প লিখুন ।
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৪
197914
ইকবাল মোর্শেদ লিখেছেন : পরামর্শের জন্য ধন্যবাদ Happy
254157
১৪ আগস্ট ২০১৪ সকাল ১০:০৭
কাহাফ লিখেছেন : চালিয়ে যান ভাই,ধন্যবাদ।
১৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৮
197972
ইকবাল মোর্শেদ লিখেছেন : উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ভাই Happy
261761
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২৭
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ভাইয়া । অনেক অনেক শুভকামনা । Thumbs Up পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File