হ-য-ব-র-ল

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৩ মে, ২০১৪, ০১:১৬:৩৫ রাত

অনেক গুলি লেখা মাথায় ঘুরপাক খাচ্ছে বহুদিন ধরে। কলম ধরা ছেড়ে দিয়েছি সেই কবে ! যা কিছু লেখার কি-বোর্ডে আঙ্গুল রেখে ভাবতে হয়; কেমন অদ্ভুতভাবে পাল্টে গেছি আমি তাই না? কিছু লেখা আঙ্গুলের মাথায় চলে আসলেও লিখতে ভাল লাগেনা। উপন্যাসের নায়ক-নায়িকাকে ট্রেনের মধ্যে আকস্মিক দুর্ঘটনার মাঝে পরিচয় করিয়ে দিয়ে মাস তিনেক আগে নেমে পড়েছিলাম যশোর স্টেশনে, তারপর আর কোন খবর নেবার সময় হয়নি। আরেক উপন্যাসের বাউন্ডুলে নায়ককে কোন এক পোড়াবাড়ীতে শুইয়ে রেখেই পগার পার হয়েছি তাও মনে হয় মাস দুয়েকের মত হবে। এত ব্যস্ততা এত কাজ আমায় পিছু ছাড়ছেনা। উপন্যাসের চরিত্রগুলো মাঝে মধ্যে স্বপ্নে দেখা দিয়ে বড্ড জালাতন করে। বলে এভাবে আর কত দিন!

লেখক হতে হলে নাকি অলস হতে হয়, কারণ চিন্তাটাকে একটা অবয়ব দিতে গেলে দৌড়ঝাপ করা সম্ভব নয়। আমি সেই অলস হয়ে মনের কাশবনে মাথার নিচে হাত রেখে শুয়ে থাকার সময় পাচ্ছি কই? শত ব্যস্ততার মাঝেও যখন একা হয়ে পড়ি তখন মনের অজান্তেই আত্মাটা কথা বলে ওঠে।

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220898
১৩ মে ২০১৪ সকাল ০৭:৫২
হতভাগা লিখেছেন : 'লেখক হতে হলে নাকি অলস হতে হয়,...''


আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File