পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না; সালার ডি ইয়ুন
লিখেছেন লিখেছেন পবিত্র ১২ মে, ২০১৪, ১১:৪৫:১৪ রাত
পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না সালার ডি ইয়ুন। এই লবণ-ভূমির অবস্থান দক্ষিণ বলিভিয়ার মরু অঞ্চলে। রৌদ্রজ্জ্বল দিনে একে মনে হয় বিস্তৃত শুভ্র শূন্যতার জগত। কিন্তু আশ্চর্য ব্যাপার সামান্য একটু বৃষ্টিতেই এই শুষ্ক অঞ্চল রূপান্তরিত হয় পৃথিবীর সবচেয়ে বড় আয়নায়!
বর্ষাকালে পৃথিবীর সবচেয়ে বড় লবণ-ভূমি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় আয়না। প্রাচীনকালে অনেকগুলি লেকের একসাথে মিলনের ফলে সালার ডি ইয়ুনির জন্ম হয়। লবণ-সমতল বা সল্ট-ফ্ল্যাট প্রতিবিম্বের সল্ট-ফ্ল্যাট খুব স্বচ্ছ আয়না হিসেবে কাজ করে। স্যাটেলাইটের শক্তি বা ক্ষমতা নির্ণয়ের জন্য এটা ব্যবহার করা হয়।
এই লবণভূমির আয়তন ১০ হাজার ৫শ ৮২ স্কয়ার কিলোমিটার। এটা আন্দিজ পর্বতমালার খুব কাছাকাছি অবস্থিত। তাই আকাশটা এখান থেকে দেখা যায় চোখজুড়ানো সৌন্দর্যে। এই লবণভূমির পাশেই রয়েছে একটি গাঢ় গোলাপি জলের লেক। লেকটি আবার গোলাপি ফ্লামিংগো পাখির প্রজননের অন্যতম স্থান।
পৃথিবীর সবচেয়ে বড় এই আয়নার বুকে যখন কেউ হাঁটবে তখন মনে হবে মাটি বা পানিতে নয়, হাঁটছে আকাশের মেঘে, কোনো স্বর্গীয় জগতে। কারণ উপর নিচে স্বচ্ছ মেঘের আকাশ আর শুভ্র বর্ণের লবণ ছাড়া অন্য কিছু চোখেই পড়বে না।
বিষয়: বিবিধ
২৪৪৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইশ্ যদি একবার যেতে পারতাম ওখানে...
আমারও খুব যেতে ইচ্ছে করছে, আসলেই জায়গাটি অনেক সুন্দর দেখতে।
এই ছবিটা
আমারও খুব ইচ্ছে করে যেতে, এমন সুন্দর স্থানের ছবি দেখলে।
মন্তব্য করতে লগইন করুন