আমি কি অতিমাত্রায় গোঁড়া হয়ে যাচ্ছি?

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৫ মার্চ, ২০১৪, ০১:০৬:০০ রাত

"বিয়ের আগে হবু স্বামী বা স্ত্রীর সাথে একসাথে ঘোরাফেরা,শপিং করা কি উচিৎ"



বছর খানেক আগে এক আদর্শধারী বড় ভাইকে দেখেছিলাম একটা মেয়ের সাথে ঘুরতে (পরেও আরেকবার দেখেছি মার্কেটে)। মেয়েটিকে আমি চিনতাম। যথেষ্ট মেধাবী, নম্র ভদ্র এবং (বর্তমানে জেনেছি) একজন আদর্শধারী (শোনা মতে থানা দ্বায়িত্বশীলা)। ভাইটিকেও সেরকমই জানতাম। নীতি অনুসারে আমি ভেবে নিলাম হয়ত তারা দু’জন ভাইবোন, না হলে স্বামী স্ত্রী , অথবা মেয়েটি অন্য কেউ হতে পারে আমি ভুল দেখেছি। যেহেতু আমি মানসিক দিক থেকে ক্লিয়ার ছিলাম তাই এ বিষয়ে আর ভাবিনি। তিন-চার দিন আগে শুনলাম মেয়েটির বিয়ে হয়েছে এবং সেই ভাইয়ের সাথে। আর বিয়ের পর ভাইটির স্ট্যাটাস “কাজী নজরুল-নার্গিসের মতো আমার বিয়ে টা্ও কিভাবে যেন হটাৎ করে হয়ে গেল।

মা-বাবার সাথে গিয়েছিলাম মেয়ে দেখতে। ভেবেছিলাম বড়জোর এনগেজমেন্ট হবে। কিন্তু দুই পরিবারের পছন্দের কারনে (আমারও কনে পছন্দ্ হয়েছে) সেদিনেই আকদ সম্পন্ন হয়েছে। তাই ঘটা করে কাউকে জানাতে না পারায় দু:খিত। সবার দোয়া প্রার্থী”।

বলুন কি বলবেন?



আমি জানি তোমরা অনেকেই বুকে একটা আদর্শ লালন করে থাকো, কিন্তু তোমাদের কর্মকাণ্ড দেখে আমি খুবই দুঃখ পেয়েছি। এরই নাম কি "ইসতিক্বামাত আলাল হক্ব"। পিকনিকের কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে আজ ক্লাসে স্যারের এই কথা শুনে খুবই কষ্ট পেলাম। এই একটি কারণেই আমি পিকনিকে যাইনি। যারা সব পরিবেশেই নিজের আদর্শের উপর অটল থাকতে পারে তারাই প্রকৃত আদর্শবাদী। মুমিন ব্যক্তির উদাহরণ তো একজন সৈনিকের মত যে, অবস্থা যত প্রতিকুলই হোক না কেন সে তার রুটিন মাফিক কাজ করেই যাবে। সালাতের সময় কোনো অযুহাতই তাকে আটকে রাখতে পারবেনা। আর সে শরীয়াতের গন্ডির মধ্যে অবস্থান করে তার দৈনন্দিন সার্বিক কাজ সম্পন্ন করবে। নারী-পুরুষ উভয়ে কমপক্ষে পর্দার মৌলিক বিষয় গুলি মেনে চলবে। শরীয়তের গন্ডির মধ্যে থাকা বলতে অনেকে আবার ভুল বুঝে ইসলামী কায়দায় (ব্যঙ্গার্থে) কাজ কর্ম করে থাকে যেমন বোরকা পরে boyfriend বা fiancée সাথে নিয়ে ঘোরে। অত্যন্ত দুঃখ লাগে যখন আদর্শের তকমা ধারণকারীরা সিরিয়াসভাবে নিষিদ্ধ বিষয়কে অনেক সহজভাবে নিয়ে থাকে। হতাশ হয়ে ভাবি যে বিশ্বব্যাপি একটি বিপ্লবের স্বপ্ন দেখছি সেটি কিভাবে সম্ভব যদি আমরা আজ অধস্তনদের কাছে প্রশ্নবিদ্ধ হই?

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197397
২৫ মার্চ ২০১৪ রাত ০১:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্যাপারটা ভুল ভাবছেন নাতো। আকদ মানেই তো বিয়ের মুল আনুষ্ঠানিকতা শেষ সুতারাং এরপর একসাথে ঘুরতেই পারে।
২৬ মার্চ ২০১৪ রাত ০২:০৫
147993
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : ভাই আকদ হয়েছে ১৭ ই মার্চ ২০১৪, আর আমি দেখেছি তার বহু আগে । আমি ভুল বুঝিনি
197410
২৫ মার্চ ২০১৪ রাত ০২:২৫
তারাচাঁদ লিখেছেন : এর চেয়েও অনেক বড় গোনাহ
মিথ্যা কথা বলা, ওয়াদা লংঘন করা, অন্যের উপর জুলম করা, জিনা করা, দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেয়া, প্রতারণা করা ।
197431
২৫ মার্চ ২০১৪ সকাল ০৫:১৫
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আপনার উদ্দেশ্যের কাছে আপনি হয়ত পরিষ্কার । কিন্তু আপনিতো আর তারমত হোননি যার কথা আমাদের সাথে শেয়ার করলেন । সুতরাং কেউ আপনার আদর্শিক দল নিয়ে মন্দ বললে আপনার কি খারাপ লাগা উচিত হবেনা ।
ইসলামপন্হীদেরকে অবশ্যই বিষয়গুলোর গুরুত্ব দেয়া উচিত ।
কিন্তু সব ফোরামে সবকিছু মানায়না ।
197442
২৫ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৫
রক্তলাল লিখেছেন : আক্দ মানে বিয়ে। বরং বাকি আনুষ্ঠানিকতা আদৌ ইসলামিক কি না ভেবে দেখুন।
199233
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমি বুঝেছি আপনার কথা। একমত। যদি পা হড়কানোর সম্ভাবনা থাকেগেুনাহের ক্ষেত্রে) সেক্ষেত্রে একটু গোড়ামীই ভালো। আমার বুঝ মতে মুত্তাকীর বৈশিষ্ট্য এটাই বলা হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File