পর্দার বিধান সবার জন্য সমান
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২৫ মার্চ, ২০১৪, ১২:৫৭:০৩ রাত
কিছু দিন আগে নিউমার্কেট গেলাম কেনা কাটা করতে, দর কষাকষির সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্র লোক, বয়স ৫০এর উপরে হবে, পরনের প্যান্ট খুলে ফেলেন, আর বাকি থাকে আন্ডারওয়ার, পারলে হয়ত তাও খুলে ফেলতেন, হয়ত কিঞ্ছিত লজ্জা আছে বলেই খুলেতে পারেন নি। নতুন একটা প্যান্ট পরে দেখে নিলেন ঠিক আছে কি না।
অন্য একদিন ঘটল একি ঘটনা, ২০/২২ বছরের একটি ছেলে সবার সামনে পরনের প্যান্ট খুলে ফেলেন, আন্ডারওয়ারটা কি যেনলুকানোর চেষ্টা করছে, ছেলেটি তোয়ালে বা গামছা দিয়ে তার নিচের অংশ ঢাকার কোন চেষ্টাই করলেন না। চুপ থাকতে পারলাম না, বললাম, কাজটি আপনার ঠিক হল?
বলে, আরে ভাই, পুরুষের আবার লজ্জা কিসের!
তাদের এই সাহসীপনা দেখে লজ্জা নিজেই ভীষন লজ্জা পেয়ে আত্বগোপন করতে বাধ্য হয়েছে। লজ্জা নারীর ভূষন, পুরুষদের থাকতে নেই, এই কথাটি ঠিক নয়। লজ্জার বিধান নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য। সৃষ্টিগত ভাবে নারীরা বেশি লাজুক প্রবণ হয়, তার মানে এই নয় যে পুরুষ্রা উলঙ্গ হয়ে চলাফেরা করবে।
পুরুষদের জন্যও লজ্জার ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে, ইসলামী শরীয়তের বিধান হল, পুরুষেরা হাটুর উপর কাপড় পরতে পারবেনা, এটা তাদের লজ্জার সীমারেখা। এই কাজটি খুব বেশি কঠিন নয়, দরকার শুধু ইচ্ছা শক্তি আর মনে মনে আল্লাহর আজাবের ভয় রাখা। এই সামান্য সহজ বিধানটি এড়িয়ে গিয়ে কেন শুধু শুধু গুনাহের বোঝাটি ভারি করবেন?
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন