ভাল কাজের উদ্যেক্তার ব্যর্থতা নেই

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৫ মার্চ, ২০১৪, ১২:৫৩:৪৮ রাত

ভাল কাজের উদ্যেক্তার ব্যর্থতা বলে কিছু নেই। যা কাজ হয়েছে তাই সফলতা। বড়জোড় আপনি বলতে পারেন উদ্যোক্তা কাজটি শেষ করতে পারেননি। আজ তিনি শেষ করতে পারেননি ঠিক অন্য কেহ অন্য কোন সময়ে সেটি আবার শুরু করতে পারেন। কাজটির যদি ধরনীতে উপযোগীতা থাকে তবে কাজের ধারনাটি টিকে যাবে। ব্যক্তিত্ব চুলায় যাক ...মানবতা মুক্তি পাক।মানবতার অকল্যান করে কোন কিছুর বৃহত্তর স্বার্থ রক্ষা বলে কিছু নেই। মানবতা ও ইনসাফই বৃহত্তর স্বার্থ। মানুষের কল্যানের উপর বৃহত্তর কোন কাজ ও স্বার্থ বলতে কিছু নেই। ন্যায়বিচারের স্বার্থে বিতর্কিত হলেও কল্যান। যদি সাক্ষী আল্লাহকেই মানেন। সকল বিপ্লবী অমসৃন পথে হেঁটেছেন। রিজিক অর্জনের জায়গা চেঞ্জ হতে পারে। রিজিক সংকুচিতও হতে পারে। বাসযোগ্য পৃথিবী তৈরীর জন্যে যা করা দরকার সব করতে হবে।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197409
২৫ মার্চ ২০১৪ রাত ০২:১৬
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
197415
২৫ মার্চ ২০১৪ রাত ০২:৩৬
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগলো Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File