"অবিস্মরণীয় পদক্ষেপ"
লিখেছেন লিখেছেন Medha ২৫ মার্চ, ২০১৪, ০১:৩৮:২৪ রাত
অবশেষে বাংলাদেশের ইতিহাসে লুটপাটের এক অবিস্মরণীয় পদক্ষেপ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন থেকে যে কোন ধরণের রাস্তায় যানবাহন নিয়ে চলাচল করতে টোল দেয়া লাগবে। এমনকি সাইকেল নিয়ে রাস্তায় নামলেও টোল দেয়া লাগবে।
সড়ক ও জনপথ বিভাগের অধীনে সারা দেশের জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ব্যবহারের জন্য টোল আদায়ের নিয়ম করেছে সরকার।
অর্থাৎ দেশের প্রায় ৯৮ শতাংশ
সড়কে চলাচল করতে গেলেই টোল
দেয়া লাগবে।
আওয়ামী লুটপাটে দেউলিয়া হয়ে পড়া অর্থনীতির চাপ এবার প্রত্যক্ষভাবেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তের উপর আসছে।
এটা সবেমাত্র শুরু। বাংলাদেশ
তো বাংলাদেশ, আঞ্চলিক সড়ক
ব্যবহারের জন্য আলাদা টোল
আদায়ের এই অবিশ্বাস্য শোষন
আফ্রিকার কোন একনায়ক শাসিত
দেশেও কল্পনা করা যায় না।
যেখানে দেশের প্রত্যেকটা জনগণ
সকল ক্ষেত্রে ভ্যাটের মাধ্যমে ট্যাক্সের আওতায় আছে, সেখানে রাস্তায় চলাচলের জন্য টোল আদায় অকল্পনীয় এক শোষণ।
পদ্মা সেতু গায়েব করে দেয়া সহ
লক্ষ কোটি টাকা গত সড়ে পাঁচ
বছরে সড়ক খাত থেকে লুটপাট
করেছে সজীব জয়, ওবায়দুল কাদের, শাহজাহান খান সহ অন্যান্যরা।
এবার মানুষের গলায় পাড়া দিয়ে লুটপাট শুরু হতে যাচ্ছে। বিদ্যুতের দাম বেড়েছে। গ্যাসের দাম বাড়বে আগামী কয়েক দিনের
মধ্যেই।
এসব নিয়ে আর কত লিখবো......
বিষয়: বিবিধ
৯১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমত্কার বললেন....
মন্তব্য করতে লগইন করুন