জাগব না
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩১:৫১ সকাল
করবে সেদিন অনেক স্মরণ,
বলবে বেজায় ভালো লোক !
গুণের কথায় তুলবে তখন,
করবে বরণ হাজার শোক । ।
দোষত্রুটি রাখবে গোপন,
রাগ বিরাগের হালখাতায় !
নিরূদ্ধ যখন দেন দরবার
সরব তখন স্মৃতি পাতায় । ।
তখন আমায় খুজবে সবাই,
যখন আমি থাকব না !
কাছের মানুষ ডাকবে শুধুই
কিন্ত তখন জাগব না । ।
মোশাররফ.
২২.১২.১৪
বিষয়: বিবিধ
৮০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন