কে হবে স্বপ্ন
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৩ মার্চ, ২০১৪, ০৭:১৯:৫৩ সন্ধ্যা
আমার স্বপ্নকে খুজে ফিরছি
পাইনি আজো
তাই খুজছি, খুজছি, খুজছি............ অযুত শুক্তির পেট চিরে মুক্তা খুজে বেড়ানোর মত
আমার কল্পনার তুলিতে আকা ছবিটা, মনের নীলাকাশে শরতের শুভ্র মেঘের আনাগোনায় লুকোচুরি খেলে।
আজো খুজে ফিরছি সেই নীলরঙা প্রজাপতিটি; যার পাঁখায় লেগে আছে ফুলের রেনু
তাই আমি আকাশ স্পর্শ করতে চাইনা; কিন্তু একটি দখিনা জানালা দিয়ে আকাশকে যেন দেখতে পাই।
তুমি উড়তে না জানা পাখির ছানার মত ডানা ঝাপটাও
আমি তোমাকে উড়তে শিখাব, তোমাকে দিয়ে আকাশ ছোঁয়াব
যদি তুমি চাও
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন