রমরমা ব্যবসার কেন্দবিন্দুই স্কুল
লিখেছেন লিখেছেন মিরন ১৩ মার্চ, ২০১৪, ০৭:২৬:৩৭ সন্ধ্যা
শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যতবেশি শিক্ষিত সেই জাতিই ততো উন্নত, আমাদের সকলের জানা আছে কথাগুলো, সেই শিক্ষাকে ব্যবহার করে চলছে আবাধ বানিজ্য, শহর ভিত্তিক স্কুল গুলো লেখা পড়ার মান যা হোক, শুধূমাত্র সাইন র্বোড ব্যাবহার করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা, বছরের শুরুতেই ছাত্র ছাত্রি অবিভাবরা ব্যাস্ত হয়ে ঘুরতে থাকে স্কুল থেকে স্কুলে, কোথায় ভর্তি করলে তার বাচ্চা ভাল করতে পারবে, কাজের কাজ কিছুই না। বিপরিত চিত্র মফসল স্কুলে, বড় অংকের ডনেশনের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, মেধাবি হোক বা না হোক, ছাত্রদের পড়াতে পারুক আর না পারুক, যে কারনে শহরের তুলনায় গ্রামের শিক্ষার মান ভাল নয়, তাই আমাদের সকলকেই এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন