আমার দেখা এলিয়েন : পর্ব ১

লিখেছেন লিখেছেন হাসান৫৩ ১৩ মার্চ, ২০১৪, ০৭:২৭:৫৫ সন্ধ্যা



বিশাল মহাবিশ্বের তুলনায় সৌর জগত অতি- ক্ষুদ্র। সোজা কথায়, মহাবিশ্বকে বুরজ খলিফা বিল্ডিঙের সাথে তুলনা করলে, সৌরজগত আস্ত টেনিস বলের থেকেও ছোট। মহাবিশ্বের অধিকাংশ রহস্যই আমাদের অধরা। এ মহাবিশ্বের কোথাও না কোথাও মানুষের মত বুদ্ধিমান প্রাণী থাকতে পারে, যাদেরকে বলা হয় এলিয়েন। অধিকাংশ বিজ্ঞানীরা বিশ্বাস করেন- মহাবিশ্বে আমরা একা নই। আর পাঁচ জনে একজন মানুষের ধারণা, এলিয়েন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে কত যে গল্প- কাহিনী ফাঁদা হয়েছে, তার ইয়াত্তা নেই। আমি নিজে ব্যক্তিগত ভাবে এলিয়েনের অস্তিত্বে অবিশ্বাসী নই। তবে বেশ কিছুদিন আগে গুগল প্লাসের মাধ্যমে পরিচিত এক ভদ্রলোকের পাঠানো মেইল আমাকে বেশ অবাক করে দেয়। মেইলটি ইংরেজি থেকে ট্রান্সলেট করে শেয়ার করার প্রয়োজন অনুভব করলাম।

চলবেঃ

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191842
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
মিরন লিখেছেন : বাস্তব বিস্বাস করার ফুসরত নেই, আর এলিয়ন
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
142701
হাসান৫৩ লিখেছেন : ব্যক্তিগত বিষয়Straight Face
191850
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:০১
সাদাচোখে লিখেছেন : যে কেউ ফ্যান্টাসীতে আকর্ষন বোধ করতে পারে এবং ওতে সময় দিয়ে মজা লুটতে পারে।

প্রাকটিক্যাল মানুষ ফ্যান্টাসীর বাস্তবায়ন হিসাবে এলিয়ানকে দেখেছে নেভাদা ডেজার্ট এ এরিয়া ৫১ এ।

আর চিন্তাশীল মানুষ - যারা আগ্রাসী মানুষের কেনা গোলাম হিসাবে বাচঁতে চায়না - তারা এলিয়ানকে দেখছে আগ্রাসী মানুষের এক্সপেরিমেন্ট হিসাবে।

ধন্যবাদ।
191858
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:১০
অনেক পথ বাকি লিখেছেন : যে কেউ ফ্যান্টাসীতে আকর্ষন বোধ করতে পারে ।ব্যক্তিগত বিষয়। ভালো লাগলো ।ধন্যবাদ।
191860
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:১১
নীল জোছনা লিখেছেন : অপেক্ষায় রইলাম কি লিখেছে সেই ইমেইলে।
191870
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:২৩
হাসান৫৩ লিখেছেন : পাবেন ইনশাললাহ
191883
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:৫২
মদীনার আলো লিখেছেন : অপেক্ষায় রইলাম ধন্যবাদ
191908
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
হতভাগা লিখেছেন : আচ্ছা, এলিয়েন বা ইউ.এফ.ও . শুধু আমেরিকায় দেখতে পাওয়া যায় কেন ?
১৩ মার্চ ২০১৪ রাত ১১:৩০
142815
হাসান৫৩ লিখেছেন : এই কাহিনীটা ভারতের, সত্যিই হতেও পারে
191959
১৪ মার্চ ২০১৪ রাত ১২:০৭
এলিট লিখেছেন : আপনার ধারনার চেয়ে আরো অনেক বড় এই মহাবিশ্ব। মহাবিশ্বকে যদি পৃথিবীর সমান আকারে নিয়ে আসেন তবে এর মধ্যে সৌরজগতকে অনুবিক্ষন যন্ত্র দিয়েও খুজে পাওয়া যাবে না। একটা উদাহরন দিলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। আপনি যদি আলোর গতিতে (সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার) ভ্রমন করতে পারেন তবে চাদে যেতে লাগবে দেড় সেকেন্ড, সুর্যে পৌছাতে লাগবে সাড়ে আট মিনিট। কয়েক ঘন্টার ভেতরেই সৌরজগতের বাইরে চলে যেতে পারবেন। কিন্তু সবচেয়ে কছের তারা (প্রক্সিমা সেঞ্চুরাই) পর্যন্ত যেতে সাড়ে চার বছর লাগবে। দুরের তারার কথা নাইবা বললাম। কোন বিল্ডিং এর নিচের গ্যারেজে দাঁড়িয়ে বিল্ডিংটি দেখতে কেমন তা বোঝা যায় না। বিল্ডিংটি দেখতে গেলে বাড়ির গেটের বাইরে কয়েক ফুট দূরে দাড়াতে হবে। এভাবে যেখানে গিয়ে দাড়ালে মহাবিশ্ব দেখা যাবে, সেখানে আলোর গতিতে যেতে গেলে আমাদের ১০ লক্ষ কোটি বছর লাগবে। এত বড় এই মহাবিশ্ব। এর মধ্যে এলিয়েন থাকলেও আমরা বা তারা কেউ কারো কাছে পৌছাতে পারব না। এসব এলিয়েন এক প্রকারের ধারন মাত্র। বিষটি মুখরোচ বিধায় অনেক খুব পছন্দ করে। এটাকে পশ্চিমা সমাজ বেশ প্রতিস্টিত করেও ফেলেছে। আমরা না বুঝেই সেই তালে তাল দিয়ে যাচ্ছি।
191968
১৪ মার্চ ২০১৪ রাত ১২:৩২
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ছোট লেখা- তবে শিক্ষা মুলুকও বটে, যাক মেইলে কী লেখা আছে জানার জন্য অপেক্ষা রঈলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File