আমার দেখা এলিয়েন : পর্ব ১
লিখেছেন লিখেছেন হাসান৫৩ ১৩ মার্চ, ২০১৪, ০৭:২৭:৫৫ সন্ধ্যা
বিশাল মহাবিশ্বের তুলনায় সৌর জগত অতি- ক্ষুদ্র। সোজা কথায়, মহাবিশ্বকে বুরজ খলিফা বিল্ডিঙের সাথে তুলনা করলে, সৌরজগত আস্ত টেনিস বলের থেকেও ছোট। মহাবিশ্বের অধিকাংশ রহস্যই আমাদের অধরা। এ মহাবিশ্বের কোথাও না কোথাও মানুষের মত বুদ্ধিমান প্রাণী থাকতে পারে, যাদেরকে বলা হয় এলিয়েন। অধিকাংশ বিজ্ঞানীরা বিশ্বাস করেন- মহাবিশ্বে আমরা একা নই। আর পাঁচ জনে একজন মানুষের ধারণা, এলিয়েন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে কত যে গল্প- কাহিনী ফাঁদা হয়েছে, তার ইয়াত্তা নেই। আমি নিজে ব্যক্তিগত ভাবে এলিয়েনের অস্তিত্বে অবিশ্বাসী নই। তবে বেশ কিছুদিন আগে গুগল প্লাসের মাধ্যমে পরিচিত এক ভদ্রলোকের পাঠানো মেইল আমাকে বেশ অবাক করে দেয়। মেইলটি ইংরেজি থেকে ট্রান্সলেট করে শেয়ার করার প্রয়োজন অনুভব করলাম।
চলবেঃ
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রাকটিক্যাল মানুষ ফ্যান্টাসীর বাস্তবায়ন হিসাবে এলিয়ানকে দেখেছে নেভাদা ডেজার্ট এ এরিয়া ৫১ এ।
আর চিন্তাশীল মানুষ - যারা আগ্রাসী মানুষের কেনা গোলাম হিসাবে বাচঁতে চায়না - তারা এলিয়ানকে দেখছে আগ্রাসী মানুষের এক্সপেরিমেন্ট হিসাবে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন