ফেসবুকের হাতে খানিকটা ছন্দপতন হোয়াটস অ্যাপের

লিখেছেন লিখেছেন হাসান৫৩ ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪৮:২৩ সকাল

নতুন করে পথচলার শুরুতেই ইউজারদের সাময়িক ভোগান্তি উপহার দিল হোয়াটস অ্যাপ। ফেসবুক- হোয়াটস অ্যাপের যুগ্ম পথ- চলা শুরু হবার দিন তিনেকের মাথায় হোঁচট খেল হোয়াটস অ্যাপ। শনিবার গোটা বিশ্বজুড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল হোয়াটস অ্যাপের সেবা। মেসেজ যাচ্ছিল না। অ্যাপও কানেকশন পাচ্ছিল না। আর এর জেরে ফেসবুক- টুইটারে হোয়াটস অ্যাপকে নিয়ে সমালোচনার ঝড় বইল। ফেসবুকের ১৯০০ কোটি মার্কিন ডলারের অধিগ্রহণ চুক্তির জের টেনে, বিশাল অর্থ পেয়ে হোয়াটস অ্যাপের কর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন এমন চাচাছোলা মন্তব্য ও করলেন অনেকে।

সার্ভার সমস্যার জন্য অ্যাপ ঠিকঠাক মত কাজ করছে না বলে টুইটারে দুঃখ প্রকাশ করে হোয়াটস অ্যাপ। তবে এটিও টুইটারে রি- টুইট হয় ২৫ হাজার বার। আর তখনি হাসির খোরাক হয়ে ওঠে হোয়াটস অ্যাপ। কতক্ষণ পরে সার্ভার ঠিক হবে তারও কোন আভাস দেয় না হোয়াটস অ্যাপ।

বিরক্ত গ্রাহকেরা অনেকেই বলেন, হোয়াটস অ্যাপকে বন্ধ করে দিতেই ফেসবুক এটাকে কিনেছে। কেউ আবার বলেন, হোয়াটস অ্যাপের গ্রাহককে ফেসবুক মুখী করতে এটা জুকারবারগের চাল।

বিষয়: আন্তর্জাতিক

১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File