আজ আমার হিরার কনার জন্ম দিন ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ মার্চ, ২০১৪, ০৭:১৮:৫০ সন্ধ্যা

আজ আমার হিরার কনার জন্ম দিন ।



"আপনি আবার মা হতে যাচ্ছেন" । কিন্তু আল্ট্রাসোনগ্রাফিতে দেখলাম য়াপনার দেড় মাস আগের বাচ্ছার জন্য যে সিজার করতে হয়েছে তা এখনো কাচা ও অনেক জায়গায় ইনফেকশান।আপনার বয়স কম তাই মায়ের জীবন বাচানোর জন্য এই বাচ্ছাটা রাখা যাবে না।যা করতে হয় আজই করতে হবে ।তাইআপনার সাহেবকে ভিতরে ডাকেন"।

ডাক্তার আপা আপনি যা বলছেন তা কি সত্যি ?

"আমি সব সত্যি বলছি ।

ডাক্তার এর রুম থেকে বের হওয়ার আগেই তাতক্ষনিক আল্লাহর উপর ভরসা করে সিন্ধান্ত নিলাম " আল্লাহ জীবন মৃতুর ফয়সালাকারী তাই যা হবার তাই হোক আমার । তাও আমি আমার সন্তান হত্যা করতে দিব না । আল্লাহ আমার সাহায্যকারী তাই আমার কিছুই হবে না। তাই ডাক্তার রুম থেকে বের হয়ে সাহেব কে ডাক্তার আপার ভয়ংকর কথার কিছুই না বলে হাস্যুজ্ঞোল ভাবে জানালাম আমাদের আরেকজন নতুন মেহমান আসছেন। আলহামদুলিল্লাহ দুই জনেই খুশি মনে বাসায় চলে আসলাম।

সময় তো আর থেমে থাকে না তাই প্রেগনেট সময় ৫মাসে পড়ল । আমার সংসারের কাজ কর্ম , বড় ৩ছেলের পড়া লেখার দেখা শুনা ,প্রায় ৭ মাসের কোলের দুধ খাওয়া বাচ্চার দেখা শুনা , নিজের উঠা বসা বা নিজের গা গোসল টয়লেটে বসা সব আস্তে আস্তে বন্ধ হয়ে গেল । আমি একটু কিছু করতে গেলেই আমার পেটের ভিতরের এমন পেইন শুরু হতো , আমার মনে হতো আমার পেট্টার সেলাই গুলো এখনি ফেটে যাবে। আল্লাহর কাছে অনেক সাহায্য চেয়ে চেয়ে ৭ মাস পার হলো । শুরু হলো একলাম শিয়া মানে রকত শুন্যতা থেকে খিছুনি রোগ।আলহামদুলিল্লাহ আমি মনোবল না হারালেও আমার সাহেব আর আমার বিধবা মা অনেকটাই আমার আশা বাদ দিয়ে দিলেন । সাহেব আল্লাহর কাছে আমার জানের বদলে গরুর জান কোরবানীর নিয়ত করলেন। আর আমার মা বললেন , "আল্লাহ যেন উনার জানের বিনিময়ে হলেও আমার জানটা রক্ষা করেন ।"

আমাকে দেখতে আসা এক বোন আমার বাবুর নড়াচড়া কম শুনে ও আমার অবস্থ্যা দেখে আমার সাহেব বলে আমাকে অনেক কষ্ট করে হসপিটালে নিয়ে যায় । আমার অবস্থ্যা কেমন ছিলো আমি জানি না । তবে দাক্তার আপা সাহেব থেকে স্বাক্ষর নেওয়ার সময় বলেছেন "যে কোন একজন কেই বাচানো যাবে । " আমার সাহেব ও আমার দ্বীনি বোন টা বলেছেন "আমরা শুধু গাছ টা চাই ফল না হলেও চলবে "। আমার তখনো আল্লাহর উপর বিশ্বাস ছিলো আমার জীবন মৃত্যুর মালিক রহমানুর রাহিম ইচ্ছা করলে গাছ ফল ২ টাই বাচাতে পারবেন । ইনশাল্লাহ । তাই হল । আমার এই পৃথিবীর অমুল্যধন বিধবা মা আর আমার প্রান প্রিয় স্বামী ও দ্বীনি বোনদের উপকারের ঋন শোধ করার দায়িত্ব আমি আমার আল্লাহকে দিলাম ।

আবারও ৪ছেলের পর ছেলে শুনে অনেক কান্না করলাম একটা মেয়ের জন্য । মা আমাকে অনেক নরমে গরমে বুঝালেন । মা আমার পাশে হসপিটালও বাসায় অনেক কষ্ট করলেন।

নবজাত ছেলের প্রতি আমার অবহেলা মায়ের চোখ কে ফাকি দিতে পারল না। আমি বুকের দুধ ৪র্থ ছেলেকেই বেশি দিচ্ছি মেয়ে হয় নাই বলে ছোট ছেলে কে তেমন দিচ্ছি না বলে মায়ের অভিযোগ ছিল আমার প্রতি। তাই আমার মা বেশি নবজাত ছেলের প্রতি খেয়াল রাখত ও ওর পাশেই শোয় । ওর জন্মের ১৫ দিনের দিন শুক্রুবার শেষ রাতে নবজাত ছেলেটি খুব কান্দছে । আমার মা অনেক চেষ্টা করেছে থামাতে আর আমি ৪র্থ ছেলেকেই দুধ খাওয়াচ্ছি আর আধা আধা ঘুমাচ্ছি। এমন সময় একজন বুজুর্গ পর্দানশীন বোন আমাকে বলছেন "তুমি তোমার ছোট ছেলের প্রতি খেয়াল করছ না কেন ? সে তোমার একটা হিরার কণা" । সাথে সাথে মাকে বললাম । মা যা তাতক্ষনিক জানালেন আলহামদুলিল্লাহ ওর মাঝে ইসলামের সেই দিক গুলো আল্লাহ আমাকে এখনো দেখাচ্ছেন ।

১৯৯৮ সালের ১৩ই মার্চ আল্লাহ আমাকে যেই হিরার কণা দান করলেন । আজ আমার হিরার কনার জন্ম দিন । আমার বাসায় জন্ম দিন বা মেরেজ ডে এই সব কিছুই চলে না। কিন্তু আজ আমার আব্বু টা আবদার করল মা আমি আজ কে আমার ১০ জন দ্বীনি ভাইকে দুপুরে খাওয়াবো । ভাইরাস জ্বরে কাবু করা শরীল তাও রাজি হয়ে গেলাম। কারন আমার টা হিরার কণা না হলেও তার দ্বীনী ভাই গুলো আমার কাছে একটা একটা হিরার খনি ।যারা মায়ের মুখ বা মায়ের হাতের রান্না কতদিন থেকে খেতে যেতে পারে না । আমার কাছে আমার সন্তান থেকেও এই ছেলে গুলো অনেক বেশি কলিজার টুকরা । তাই অনেক শান্তি লেগেছে অদেরকে পেয়ে ।

কিন্তু আমার ভিতরে যে এর সাথে সাথে হারানোর বিউগল সারাদিন বেজে যাচ্ছে তা আর কেউ জানে না । কারন আমি ওর জন্মের ৩ মাস পর সুস্থ্য হওয়াতে মা আমার থেকে বিদায় নিয়ে দেশে গেলেন ।আমি আদৌ জানতাম না যে আমার মায়ের ঐটাই ছিল আমার সাথের চির বিদায় । দেশে গিয়ে মা খুব তাড়াতাড়ি নিজের স্থায়ী ঠিকাণায় চলে গেলেন । আমার মা বললেন , "আল্লাহ যেন উনার জানের বিনিময়ে হলেও আমার জানটা রক্ষা করেন ।" মায়ের জান টা আল্লাহ কবুল করে আমার জান টা মা বাবা হারা ব্যাথায় ভরিয়ে দিয়ে গেলেন । এই মা যে আমার কত বড় ধন ছিল তা আমি আর আল্লাহ ছাড়া কেউই বুঝবে না। আজ বার বার মনে হচ্ছে আমার বিধবা মা এর কত ত্যাগ আর কষ্টের পর আমি দুনিয়ার আলো বাতাস উপভোগ করছি । আমি ছেলেদের পেয়ে মা হয়ে যখন মায়ের অবদান বুঝতে শুরু করলাম তখনি মা কে হারালাম । আমার মত আর কোন সন্তান যেন হারায়ে না বুঝেন । দাত থাকতেই দাতের মর্যাদা দাও ।

আল্লাহ আমার মাবাবা সহ সকল সন্তানের হারানো মাবাবা কে জান্নাতুল ফেরদাউস দান করুন । আল্লাহ আমার সন্তান সহ সকল মায়ের সন্তানদের আল্লাহ প্রতিনিধি হিসাবে দুনিয়া তে ইসলামের খাদেম ও মুমিন মুত্তাকিনদের ইমাম বানিয়ে আখিরাতের প্রশান্ত আত্তাদের সাথে মিলিত হবার উপযোগী ইমানী এলেমী ও আমলি যোগ্যতা দান করুন আমিন ।

বিষয়: বিবিধ

২২৮১ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191827
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আপনার দোয়া যেন কবুল করেন ,,এবং আপনার সন্তানকে ইসলাম ও দেশের জন্য কবুল করেন ,, আমীন Praying Praying
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
142699
সত্যলিখন লিখেছেন : আমার ছেলের জন্য দোয়া চেয়ে আমার অন্তরে যে শান্তির বন্যা প্রবাহিত করলেন তাই আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।Praying Praying Praying
191846
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
বিন হারুন লিখেছেন : রাব্বিরহাম-হুমা..কামা রব্বায়া-নী সাগীরা..
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:১৪
142709
সত্যলিখন লিখেছেন : আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন Praying Praying Praying Praying
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
142710
বিন হারুন লিখেছেন : আ-মীন.
191847
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
সিটিজি৪বিডি লিখেছেন : Mobile thake beshi kissu likhte parchi na....shodo doa kore gelam.
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:১৯
142711
সত্যলিখন লিখেছেন : জামাল , দোয়ার চেয়ে মুল্যবান দুনিয়াতে আর কিছু আছে বলে আমার মনে হয় না ।তাই আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুনা
191852
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:০১
মিরন লিখেছেন : পৃথিবিটা ক্ষনস্থায়ী, সবাই একদিন অনন্ত কালের যাত্রি হতে হবে, আপনার আম্মার জন্য দোওয়া করি আল্লাহ যেন তাকে বেহস্ত দান করেন,
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:২৬
142712
সত্যলিখন লিখেছেন : তা আপনি ঠিক বলেছেন কিন্তু ভাই ,প্রিয়জন হারানোর ব্যাথা যে কি কঠিন তা আর হৃদয়ের ক্ষতস্থান থেকে যে রক্তক্ষরন হয় তা ভুক্তভুগী ছাড়া আর অন্য কেউই বুঝে না ।দোয়ার করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুনা আমীন
191872
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:২৪
অনেক পথ বাকি লিখেছেন : আল্লাহ আপনার দোয়া যেন কবুল করেন । অনেক ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:৩০
142714
সত্যলিখন লিখেছেন : দোয়ার করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুনা, আমীন
191882
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:৪৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ আপনার দোয়া যেন কবুল করেন ,,এবং আপনার সন্তানকে ইসলাম ও দেশের জন্য কবুল করেন ,, আমীন
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:০১
142717
সত্যলিখন লিখেছেন : আল্লাহ আপনাকে ইসলামের খাদেম ও মুমিন মুত্তাকিনদের ইমাম বানিয়ে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন । আমিন ।Praying Praying Praying
191917
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৫৩
ইসলামের বাংলাদেশ লিখেছেন : মন্তব্য না করে পারলাম না। ক্ষনস্থায়ী জীবনে আমাদের প্রতিটি আনন্দ যেন তার জন্যই কবুল করেন। দির্ঘ ষোল বছর পর আল্লাহ আমাকে দ্বিতীয় সন্তান দান করেছেন। আমার মা হারিয়েছি আজ তেইশ বছর। মা হারানোর বেদনা আর সন্তান পাওয়ার আনন্দের ভিতর আপনার অনুভুতি আমাকে ভিন্ন এক জগতে নিয়ে গেছে। হে রব্বুল আলামীন আমাদের সবাইকে শুধু তোমার জন্যই কবুল কর। আপনার মা এবং আপনার সন্তানদের জন্য পরম করুনাময় আল্লাহ রব্বুল আলামীনের কাছে দোয়া করছি।
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৪৬
142807
সত্যলিখন লিখেছেন : আমার এই সন্তানের সাথে মায়ের স্মৃতি গুলো বেশি জড়িত । আমার হাইপেসার ও একলামসিয়া থাকার কারনে সকাল ও বিকাল ঘুমের ইংজেকশান দিয়ে রাখত ডাক্তার। আর মা শুধু উনার মনের কথা গুলো আমাকে শুনাতে চাইতেন। ডাক্তার নার্স মাকে বকা দিতেন । আমি চোখ মেলে তাকাতে না পারলেও কানে শুনতাম তারা মাকে বকছে ।হসপিটাল থেকে বাসায় আসার ১০ দিন পর আমার সাহেব এক্সিডেন্ট করে ডান পায়ের ৩ জ়ায়গায় ভেঙ্গে যাওয়ায় মা একা সব দিকেই সামলাতেন ।তখনো মা মনের অনেক কথা বলার জন্য শুধু সুযোগ খুজতেন। এখন বার বার মনে হয় মা জানি কি বললার জন্য এতো পেরেশান হয়ে ছিলেন । আমার প্রতি ছিল মায়ের একটু বেশি দূর্বলতা । কারন ২৫ বছর বয়সে বিধবা হওয়া মা বলতেন ,"তোমার বাবার পুরো চেহারা তুমি শুধু পেয়েছ। তাই তোমারে কিছু দিন পর পর না দেখলে বা তোমার খবর না পেলে আমি দিন কাটাতে পারি না ।" যৌথ সংসার হওয়াতে আমি মা বেশি আসা পছন্দ করতাম না। এখন দেখি বিবেক সব কথা মায়ের মনে করায়ে দিয়ে আমাকে ধ্বংশন করে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ক্ষমা চাই অনেক কথা বলে ফেললাম । আমার সনতান ও আমার মায়ের দোয়া করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুনা, আমীন
191942
১৩ মার্চ ২০১৪ রাত ১১:১৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার দুয়ায় আমীন Praying Praying আমি এসব বিষয় গভীরভাবে বুঝবো না যেহেতু এখনও সেই বয়সে যায়নি। তারপরও নস্টালজিক হয়ে গেলাম। আচ্ছা, মা লেখার আগে "বিধবা" শব্দটা এতবার না লিখলে হতো না? এ শব্দটা কেমন জানি অসম্মান করার মতো লাগে আমার কাছে। (কিছু মনে করিয়েন না, আমারও বাপ মারা গিয়েছে কয়েক বছর আগে। নিজের জায়গায় দাড়িয়ে বল্লাম কথাটা)।
১৪ মার্চ ২০১৪ রাত ১২:০৪
142821
সত্যলিখন লিখেছেন : আপনার কথা খুবই মুল্যবান । কিন্তু আমি ২ বছর বয়সে বাবা হারাই ।বুঝ হওয়ার পর থেকেই মায়ের পরনে সাদা শাড়ি দিয়ে গোমটা দেওয়া সন্তান আর স্বামী হারা মলিন চেহারা, রোগা ক্লান্ত শরীল, টলটল অশ্রু ভরা আখি ছাড়া অন্য কিছুই দেখিনি। আমাদের ভাইবো্নদের কোন চাওয়া পাওয়া ছিলো না। কারন মা বলেছেন যাদের বাবা থাকে না তাদের কোন শখ বা আনন্দ থাকতে নেই। তাই আমার এখোণ মনে হয় স্বামী/বাবা না থাকা স্ত্রী/সন্তানের জন্য জীবনের জন্য অনেক বড় কঠিন পরীক্ষা। আল্লাহ আপনার আমার আব্বা আম্মা কে জান্নাতুল ফেরদাউস দান করুন । আমিন।
191957
১৪ মার্চ ২০১৪ রাত ১২:০৪
মাটিরলাঠি লিখেছেন : আপনার দোয়ার সঙ্গে আমরাও আমীন বলছি।
১৪ মার্চ ২০১৪ রাত ১২:২৫
142830
সত্যলিখন লিখেছেন : দোয়ার সঙ্গে শরিক হওয়ার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুনা, আমীন
১০
191977
১৪ মার্চ ২০১৪ রাত ০১:০২
সিমপল লিখেছেন : আপনার দোয়ার সঙ্গে আমরাও আমীন বলছি।
১৪ মার্চ ২০১৪ রাত ০১:০৬
142842
সত্যলিখন লিখেছেন : দোয়ার সঙ্গে শরিক হয়ে আমিন বলার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুনা, আমীন
১১
192163
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৯
ইবনে হাসেম লিখেছেন : আপনার দুঃখের সম্পদকে আল্লাহ তাঁর দ্বীনের জন্য ক্ববুল করুন, আমিন।
১৫ মার্চ ২০১৪ রাত ১২:২০
143200
সত্যলিখন লিখেছেন : আল্লাহ আপনাকে ইসলামের খাদেম ও মুমিন মুত্তাকিনদের ইমাম বানিয়ে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন । আমিন ।
১২
195245
২০ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৭
জেদ্দাবাসী লিখেছেন : ফেসবুকে লিংক পেয়ে পড়লাম । আপনার হিরার কনাকে আল্লাহ রহমত করুন । আপনার পুরা পরিবারকে আল্লাহর রহমতের চাদরে ঢেকে রাখুন । আপনার আম্মাকে আল্লাহ জান্নাত নছিব করুন ।
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
145642
সত্যলিখন লিখেছেন : দোয়ার সঙ্গে শরিক হওয়ার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুনা, আমীন
১৩
195257
২০ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪২
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়া আনি ছগীরা।
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
145639
সত্যলিখন লিখেছেন : দোয়ার সঙ্গে শরিক হওয়ার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুনা, আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File