বোস্টনের ম্যারাথনে বোমা হামলায় দিপুমনির শোক বনাম লাশের গন্ধে বাতাস ভারি বাংলাদেশের
লিখেছেন লিখেছেন আবদুস সামাদ রাজু ১৬ এপ্রিল, ২০১৩, ০৬:১৩:৫০ সন্ধ্যা
স্বভাবতই মানুষ মারা গেলে শোক জানানোটা রীতিসিদ্ধ বৈ কি। সে রীতি অনুযায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি বোস্টনে ম্যারাথনে বোমা হামলায় শোক প্রকাশ করেছেন, দোষের কিছু না। কিন্তু প্রশ্ন হলো, আমার ঘরে আমার ভাই বোন সব মারা গেছে সে জন্য আমার চোখে এক ফোটা জলও এলো না আর আমার ভাইয়ের শালা মারা গেলো সে জন্য একেবারে বরাত দিয়ে শোক প্রকাশ! সেলুকাস!
ফেব্রুয়ারি মাস হতে এ পর্যন্ত বাংলাদেশে পুলিশ এবং ক্ষমতাসীনদের হাতে কমপক্ষে ২০০ জন খুন হয়েছে । হাজারো মানুষ এখনো কাতরাচ্ছে হাসপাতালের বেডে। তাদের খোঁজতো কেউ নিচ্ছেই না, উপরন্তু মৃতদের জন্য শোকও জানায়নি আমাদের রাষ্ট্রযন্ত্রের কোন একটি নাট বল্টুও।
তাহলে একজন সহজ বিবেকওয়ালা মানুষও এ কথায় না হেসে থাকতে পারবে যে, ২ শতাধিক মৃত্যু'র জন্য শোক নয়, আর ৩ জন মৃতের জন্য একেবারে শোকগাথা.................।
বিষয়: বিবিধ
১৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন