জয় এসেছে, তারেক ইলিয়াস মোকাদ্দেসরা আসেনি

লিখেছেন লিখেছেন আবদুস সামাদ রাজু ৩০ জুলাই, ২০১৩, ০১:৩৯:৪০ রাত



হ্যাঁ, প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় দেশে এসেছেন। তার মা আমাদের প্রধানমন্ত্রী তার জন্য মুরগি পোলাও রান্না করেছেন। জন্মদিন পালন করেছেন। তাদের পরিবারে এখন অনেক আনন্দ। কিন্তু বিপরীত চিত্র পুরো বাংলাদেশে।

বঙ্গবন্ধুর নাতি বাংলাদেশে এসে দাপটের সঙ্গে বক্তৃতা করে গেলেও জিয়াউর রহমান পুত্র জায়গা পান না। তাকে বিদেশ থেকে ধরার হুমকি দেন আমাদের মন্ত্রীরা।

তারেক আসেননি জন্মদিনে। আসেননি মোকাদ্দেস ওয়ালিউলরা।ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুম হওয়া এই দুজন ছাত্র দেড় বছর পরও ফিরে আসেননি মায়ের কোলে।

ফিরে আসেননি ৯০ আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস আলী। তার স্ত্রী সন্তানরা এখনো কাঁদছেন আর কাঁদছেন।

এরকম অনেকেই ফিরে আসেননি। আসবেনও না হয়তো। তবে সুখের খবর হলো সজিব ওয়াজেদ জয় এসেছেন। তার মা খুশি। তাদের পরিবার খুশি।

কিন্তু সজিব এটা আপনার নানার বাড়ি। আর তারেকের বাবার বাড়ি মনে রাখবেন। কার কদর কোথায় বেশি.............

বিষয়: রাজনীতি

১৩৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File