আমাদের স্বপ্নের ক্রিকেটকে নিয়ে মিরাক্কেলে ব্যঙ্গ!
লিখেছেন লিখেছেন আবদুস সামাদ রাজু ১৭ মে, ২০১৩, ১০:৪৫:১৫ রাত
						 
						 
এশিয়া কাপ শুরুর আগের দিন একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। যে পড়েছে সেই কেঁদেছে। চট্টগ্রামের একটি হকারের দোকানে দাঁড়িয়ে আমি পড়ছিলাম, মাশরাফির বড় ছবি দেখে অনেকেই পড়ছিলো। সবাই চোখের পানি ফেলেছিলো। সেই সাক্ষাৎকারে মাশরাফিকে জিজ্ঞাসা করা হয়েছিল- ‘‘আপনি যদি আবার  ইনজুরীতে পড়েন?’’  জবাবে মাশরাফি যা বলেছেন তা একজন পেশাদার ক্রিকেটারের পক্ষে বলা সম্ভব নয়, মোট কথা বাংলাদেশী ছাড়া বলা সম্ভব নয়। মাশরাফি বলেছিলেন- “ইনজুরিতো দূরের কথা, প্রয়োজনে মরে যাব তবু শেষ  চেষ্টাটুকু করে যাব, কারণ খেলাটা বাংলাদেশের হয়ে খেলছি।”
এত কিছু বলার একটা কারণ আছে। বাংলাদেশীরা নিজেদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ করে কিন্তু বিদেশের মাটিতে নিজের দেশের জাত ডুবানো এই প্রথম ঘটলো। এক কুলাঙ্গার জামিল। 
মিরাক্কেল নামক ভারতের একটি টিভি শো-তে বাংলাদেশের ক্রিকেট নিয়ে চরম হেয় প্রতিপন্ন করলো এই জামিল। হতে পারে এটি বাংলাদেশের ক্রিকেটকে হেয় করার ভারতীয় চক্রান্তও। 
লেখাটি পড়তে  এই লিংকে যান 
http://bdbreaking24.com/view.php?id=1963
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
২০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন