আগামী সংসদ নির্বাচনে ভোট দিবে নিহত শিশু আরমান
লিখেছেন লিখেছেন আবদুস সামাদ রাজু ২৬ জুন, ২০১৩, ১২:৫২:২৫ রাত
শিরোনাম দেখে সবাই অবাক হতে পারেন দুটো কারনে। এক: পূর্ণ বয়স্ক না হয়ে কী ভোট দেয়া যায় নাকি? দুই: নিহত শিশুইবা ভোট দিবে ক্যামনে? হ্যাঁ আপনাদের প্রশ্নেরও যৌক্তিকতা আছে। কিন্তু আমার কথারও যে বাস্তব জবাব আছে। ধরুন চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলায় নিহত শিশু আরমানের মা ভোট দিতে গেলেন ভোট কেন্দ্রে। ব্যালট হাতে নিলেন সিল মারতে যাবেন, তখনই মনে পড়লো নাড়িছেঁড়া ধন আরমানের কথা। সোনামনির সেই চাঁদমুখটা যখন চোখের সামনে ভাসবে তখন কলিজাটা বোঁটাচ্যুত হয়ে যেতে চাইবে। তখন সিলটা কী নৌকা মার্কায় পড়বে?????
এভাবে আরমানের বাবা, ভাই-বোন আত্মীয় স্বজন কিংবা বিবেকবান সব মানুষ যাদের ভেতর মনুষ্যত্ব আছে তাদের সবার সিল কি এভাবে সিটকে যাবে না? যেমন গিয়েছিল সিলেট বরিশাল খুলনা রাজশাহীতে। যাবে যাবে সময়ই তুলবে তার ক্যামেরায় সব ছবি।
তাইতো বলি- নিহত শিশু আরমান ভোট দিবে আগামী সংসদ নির্বাচনে। হয়তো নিজ হাতে দিবে না কিন্তু দেয়াবে। যেমন আমাদের প্রধানমন্ত্রী নিজ হাতে কিছু করেন না!
বিষয়: রাজনীতি
১৭১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন