একটি ছড়া, মখার ধাক্কাসূত্র: প্রেক্ষিত মহাসেন
লিখেছেন লিখেছেন আবদুস সামাদ রাজু ১৬ মে, ২০১৩, ০২:০১:২৭ দুপুর
কোথাকার কোন এক
মহাসেন গুপ্ত,
এতদিন ছিল সে
সাগরেতে সুপ্ত।
ঠিক কার ঝাঁকুনিতে
জানিনা সে রেগেছে,
তাই ভয়ে উপকুলে
মানুষেরা ভেগেছে।
ঐদিকে নয়া এক
গছিয়েছে নিউটন,
ধাক্কার সূত্রেতে দেখি
তিনি কিয়া কন?
ধাক্কাটা দিয়েছিল
বিএনপি-জামায়াত,
তাই আজ মহাসেন
করেন এত বাজিমাৎ!
বিষয়: সাহিত্য
১৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন