বিদ্রোহী সম্পাদক মাহমুদুর রহমানকে উৎসর্গ করে লেখা কবিতা ‘‘তুমি হয়ে গেছো বাংলাদেশ’’ লেখাটি আমার দেশে সোমবার পাঠকমেলায় প্রকাশিত হয়েছে

লিখেছেন লিখেছেন আবদুস সামাদ রাজু ১৫ মে, ২০১৩, ০১:২৬:৫৬ দুপুর



তুমি হয়ে গেছো বাংলাদেশ

আবদুস সামাদ রাজু


এত কষ্ট এত নির্যাতন

তবু ধৈর্য!

জীবন তোমার মৃত্যুর প্রিয়া

ঘরে তুলে নিবে যে কোন সময়,

মিলনের সেই টানে

নির্ভার, তুমি থোড়াই কেয়ার

করো নিন্দুকেরে।

নিস্তেজ চোখ তোমার বিপ্তব খোঁজে

মুক্তির, স্বাধীনতার...

চোখ তোমার কথা বলে

মহামহিমের সাথে।

হেঁটে হেঁটে একা একা

চলে যাও বাংলাদেশে,

চলে যাও মজলুমের মনে

যেতে যেতে পথে পথে,

তুমি হয়ে গেছ বাংলাদেশ।

(উৎসর্গ শব্দের যথাযথ আর কোন শব্দ পাই না, তাই ব্যবহার করি)

বিষয়: বিবিধ

১৬১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File