শহীদ মিনার এবং প্রতিমা মুর্তি ভাংগার নেপথ্যে কারা!!

লিখেছেন লিখেছেন কুরআনের সৈনিক ১৬ এপ্রিল, ২০১৩, ০৬:৩৬:০৬ সন্ধ্যা

সম্ভাবত আবারো পাগল বলা হবে এদেরকে। কারণ আওয়ামী-লীগের যারাই মন্দির বা শহীদ মিনার ভাঙ্গতে গিয়ে ধরা খায় তরাই পাগল বা উন্মাদ হয়ে যাই। আর ধরা না পড়লে এর দায়ভাড় পড়ে রাজাকার বা জামায়াতের উপর। মিথ্যা বললাম নাকি??

নাটোর প্রতিনিধি: নাটোরের উত্তরা গণভবনের ভিতরে প্যালেস ভবনের সামনে একটি মূর্তি ভাঙচুরের সময় ৩ ছাত্রকে আটক করা হয়েছে। আটক ওই তিন ছাত্র আওয়ামী লীগ সমর্থিত পরিবারের সদস্য। গতকাল বিকালে তাদের হাতেনাতে আটক করে সন্ধ্যার দিকে পুলিশে হস্তান্তর করে গণভবন কর্তৃপক্ষ।

গণভবনের নিরাপত্তা কর্মী ও তত্ত্বাবধায়ক সূত্রে জানা যায়, পরিদর্শনের উদ্দেশ্যে অন্য দর্শনার্থীদের সঙ্গে ওই ৩ দর্শনার্থী টিকিট কিনে গণভবনে প্রবেশ করে। গণভবন ঘুরে দেখার সময় এক পর্যায়ে তারা মূল প্যালেস ভবনের সামনের সিঁড়ির দুইপাশে থাকা দুটি মূর্তির মধ্যে ডানপাশের কালো পাথরের মূর্তিটি ধাক্কা মেরে ফেলে দেয়। এতে মূর্তির হাত ও কয়েকটি অংশ ভেঙে যায়। বিষয়টি গণভবনের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়লে নিরাপত্তা কর্মীরা তাদের আটক করে। খবর পেয়ে জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে তাদের আটক করে থানা হাজতে নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলো- বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শিমন আলী, আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও দুলালের ছেলে শহীদুল ইসলাম। বড়াই গ্রামের নগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান জানান, আটক তিন জনই আওয়ামী লীগ পরিবারের সন্তান। তবে মূর্তি ভাঙচুরের কথা অস্বীকার করে আটককৃত ওই তিন ছাত্র জানায়, তারা ইচ্ছাকৃতভাবে এটি ভাঙ্গেনি, সিঁড়ির গোড়ায় রাখা মূর্তিটি যাতায়াতের সময় হঠাৎ পা লেগে পড়ে যায়। এ ব্যাপারে নাটোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, মূর্তি ভাঙচুরের সময় হাতেনাতে ওই ৩ জনকে আটক করা হয়েছে। তারা সমবেত হয়ে মূর্তিটি ভাঙচুর করলেও এর পেছনে রাজনৈতিক বা নাশকতামূলক কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।

http://www.mzamin.com/details.php?nid=NTA4Nzc%3D&ty=MA%3D%3D&s=Mjc%3D&c=MQ%3D%3D

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File