ইমাম-মুয়াজ্জিন-মুয়াল্লেম এর বেতন
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ০৪ আগস্ট, ২০১৫, ১০:৫২:২৩ সকাল
দ্বিনী কাজ কি কখনো অর্থের বিনিময়ে হয় ?
দ্বিনী কাজ কোন চাকুরী নয়, এটা হচ্ছে খিদমাত ।
ইমাম-মুয়াজ্জিন-মুয়াল্লেম যে অর্থ গ্রহন করেন সেটাকে বেতন বলা অনুচিত,
কারণ তা পারিশ্রমিক বা বিনিময় নয় ।
মুসলিম ভাইদের জন্য ইমাম-মুয়াজ্জিন-মুয়াল্লেম এর ক্ষেত্রে এ শব্দটি পরিহার করা উত্তম বলেই মনে হয় ।
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওনারা হাওয়া খেয়ে জীবন ধারন করেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই দুই কাজে বেতন খুবই নগন্য । যার ফলে উনারা মন দিয়ে কাজ করার উতসাহ পান না এবং কেউ এই কাজে আসতে চায় না ।
সহমত, সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন