দুরন্ত শৈশব-১ (ফটো ব্লগ)
লিখেছেন লিখেছেন নাবিক ০৪ আগস্ট, ২০১৫, ১০:৫৭:৪৯ সকাল
১. ঘুড়ি হাতে ছুটছে দু'জন।
.
.
.
.
.
.
. 
২. টায়ার নিয়ে ছুটে চলা। শৈশবে এটা আমারও খুব প্রিয় ছিলো।
.![]()
৩.সাথে ছাতা নেই, তাতে কি, কলাপাতা তো আছে।
. ![]()
৪. কাঁশফুলের বনে
.
৫. দড়িলাফ খেলার দিন।
. 
৬. ঝুলাঝুলি চলছে
. 
৭. এটাকে যেন কি খেলা বলে?
. 
৮. বাহ, বেশ সুন্দর একটা দোকান খোলে বসেছে দু'জন!
.
৯.ইহাকে মোরগ নাড়াই বলে।
.
১০. ছবিটা দেখে কিছু বুঝতে পারছেন, বলুনতো কি করছে ওরা?
. 
১১.শরীষা খেতে দুরন্তপনা।
.
১২. এমন নির্মল হাসি দেখেছেন কখনো?
.
১৩. শৈশবে কে কে এমন ফুটবল খেলেছন?
. 
১৪. হৃদয়ে বাংলাদেশ। হাতেও বাংলাদেশ।
.
*ছবিগুলো নেট থেকে পাওয়া
বিষয়: বিবিধ
৪১৫৪ বার পঠিত, ৩৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ওড়াইবার চাই....
লন এই সবগুলান ঘুট্টি আপনারে দেওয়া হইলো। মন ভইরা উড়াইন।
হুমম, ফেলে আসা দিন গুলি। সুন্দরসসসসসসস হয়েছে....।
মন্তব্য করতে লগইন করুন