জিহবাই মুক্তি ও শাস্তির কারণঃ

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৪ আগস্ট, ২০১৫, ১১:১৬:০০ সকাল

জিহবাই মুক্তি ও শাস্তির কারণঃ

তোমরা যা করছো আমি তা এখানে সেভাবেই লিখে রাখছি। সূরা জাসিয়াহ-২৯

আমি তার জন্য তার প্রতিটি কাজই লিখে রাখি। সূরা আম্বিয়া-৯৪

বান্দাহ একটি বাক্য উচ্চারণ করে কিন্তু এতে সাবধানতা অবলম্বন করে না, ফলে সে পূর্ব-পশ্চিমের মধ্যবর্তী দুরত্বের সমান পথ জাহান্নামের দিকে অগ্রসর হয়। বুখারী-৬৪৭৮

সুতারাং চিন্তা করা প্রয়োজন, আমরা দিন রাতে কত সংখ্যক অশোভনীয় কথা বলে জাহান্নামের কত কাছাকাছি পৌঁছে যাচ্ছি।

(সূত্রঃজান্নাত লাভের সহজ আমল-৬৮)

আমাদের উচিৎ সকলের সাথে ভাল ব্যবহার করা। খারাপ আচরণ করা থেকে বিরত থাকা। রাগকে নিয়ন্ত্রণ করা। জাহান্নাম থেকে দুরে থাকার জন্য সর্বাত্মক চেস্টা করা। বেশী বেশী সৎকর্ম করে জান্নাত লাভের চেস্টা করা।

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333572
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:০১
পুস্পগন্ধা লিখেছেন :
ভাল লাগল, আল্লাহ তায়ালা আমাদের সকলকে মুখ সংযত রাখার তৌফিক দান করুন...।
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৫
275701
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
333574
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ Rose
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৬
275702
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
333577
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:২২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৬
275703
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
333585
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৬
275704
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
333588
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫১
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৭
275705
সিটিজি৪বিডি লিখেছেন : ধন্যবাদ।
333591
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০২:১০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! কেমন আছেন? উম্মু জারীফ কেমন আছে? অনেকদিনপর আপনার লেখা পড়লাম! ভালো লাগছে!
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৯
275706
সিটিজি৪বিডি লিখেছেন : ওয়ালাইকুম সালাম। ব্লগে সময় দিতে পারি না। বাসার সবাই ভাল আছে। দোয়া করবেন
333605
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৫
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! কেমন আছেন? সাথেই আছি , পিলাস
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩১
275707
সিটিজি৪বিডি লিখেছেন : ওয়ালাইকুম সালাম বড় ভাই। ভাল আছি। ব্লগে সময় দিতে পারি না। সকলের কথা ভুল কি করে?
333622
০৪ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। ভালো লাগলো অনেক ধন্যবাদ
333657
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো
১০
333676
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দারুণ পোস্ট..ধন্যবাদ আপনাকে..
১১
333685
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
জবলুল হক লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই পোষ্টের জন্য। আল্লাহ আমাদের সাবাইকে হেফাজত করুন।
১২
333697
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৫২
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।
১৩
333702
০৪ আগস্ট ২০১৫ রাত ০৯:২৪
আবু জারীর লিখেছেন :

আমাদের উচিৎ সকলের সাথে ভাল ব্যবহার করা। খারাপ আচরণ করা থেকে বিরত থাকা। রাগকে নিয়ন্ত্রণ করা। জাহান্নাম থেকে দুরে থাকার জন্য সর্বাত্মক চেস্টা করা। বেশী বেশী সৎকর্ম করে জান্নাত লাভের চেস্টা করা।

কিন্তু আমরা খুব কম লোকই এটা করতে পারি। তবে চেষ্টার ত্রুটি না করাই উচিৎ।
ধন্যবাদ।
১৪
333761
০৫ আগস্ট ২০১৫ রাত ০২:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ। ভালো লেগেছে।
১৫
333803
০৫ আগস্ট ২০১৫ সকাল ১০:১৫
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদ Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File