Everything i do (Exclusive)
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ০২ এপ্রিল, ২০১৩, ০১:০৫:০২ দুপুর
দেখলাম; এক সাফারি পড়া ভদ্রলোক
রিক্সা করে সম্ভবত তার বাসার পিচ্চি কাজের
মেয়েটাকে নিয়ে কোথাও যাচ্ছে। সাফারি ভদ্রলোক
সুন্দর ভাবে রিক্সায় বসে আছে... আর তার কাজের
মেয়েটি, হাসিখুশি মুখ করে তার পায়ের
কাছে বসে আছে। এদেরকে পাশাপাশি বসাতে হয় না...
এটাই বোধয় নিয়ম
-- যে সকল নারীরা এই লেখাটি পড়ছেন, তারা একবার
ভেবে দেখুন,
বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে যাওয়া কতটা কষ্টের !
নিজের বাবা মা কে ছেড়ে... যাদের কাছে থেকে বড়
হয়েছেন, তাদেরকে ছেড়ে চলে যাওয়া কতটা কষ্টের।
তারপরেও সমাজের নিয়ম দেখে এমনটি করতে হয়
-- যে সকল ছেলেরা এই লেখাটি পড়ছেন, তারা একবার
ভেবে দেখুন, নিয়মটা যদি উল্টা হতো,
আপনি কি পারতেন বিয়ের পর নিজ বাবা মা কে ছেড়ে,
শ্বশুর বাড়িতে থাকতে ? খুব
সহজে মানিয়ে নিতে পারতেন, ২০/২২ বছর ঘুম
ভেঙ্গে যাদের মুখ দেখতেন, আজ ঘুম ভেঙ্গে তাদের
না দেখতে পেয়ে ?
আমি পারতাম না... আমার বউ কিভাবে পারে, জানি না
আমাদের মতো ধেম্রা ছেলেমেয়েরাই
যদি এটা চিন্তা করতেই ভয় পাই, তাহলে ভাবুন, এই
সকল পিচ্চি কাজের
ছেলে মেয়েরা কিভাবে হাসিমুখে থাকে ?
কি ভাবে তাদের রাতে ঘুম আসে?
তারা, কিন্তু বেশী কিছু চায় না আমাদের কাছ থেকে...
তারা শুধু চায়, তাদের রাতে ঘুমাতে যাবার সময়,
তাদের বাবা মা কে ভুলে থাকতে
বাসসস... জাস্ট এটুকুই
আমরা কি তা পারছি ????
copy, pest from facebook>Everything i do (Exclusive)
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন