কোচিং এর বিজ্ঞাপনে আমার ছবি আর কতিপর দুষ্টু বালকের দুষ্টুমি
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০২ এপ্রিল, ২০১৩, ০১:১০:০৩ দুপুর
গতকাল এইচএসসি পরীক্ষা এর প্রথম দিন ছিল , তো দেঢ়টার দিকে টিলাগড় গেছিলাম ভার্সিটির গাড়িতে ঘুরতে । গাড়ি টিলাগড়ে আসার পর কিছু পরীক্ষার্থী গাড়িকে উঠলো আম্বরখানা যাবে বলে ।( এমসি কলেজে কোন কলেজের সেন্টার পরেছে জানলে কেউ জানাও )
কিছুক্ষণ পর দেখি ছোট ভাইগুলো কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে আবার তাদের হাতে থাকা রেডিয়াম কোচিং সেন্টারের লিফলেট দেখছে । তারপর সবগুলো এক হয়ে কিছুক্ষণ ফিসফাস করলো (আল্লাহ মালুম কি বলাবলি করলো) । এরপর একটা ছেলে এগিয়ে আসলো আর আমার মুখের দিকে খুব মনোযোগ দিয়ে দেখছে ! হঠাত বলে উঠলো "আপনি সাফকাত ?" আমি তো অবাক আমার মতো নাদান পাব্লিক এত জনপ্রিয় হলো কবে ? তারপরও বল্লাম "হ্যাঁ , তুমি?" ছেলেটার দেখলাম আর আগ্রহ নেই বিজয়ীর বেসে চলে গেল তার বন্ধুদের কাছে । আরো কিছুক্ষণ ফিসফাস । তারপার লিফলেটটা হাতে আরেকটা আসলো ,"ভাই দেখেন তো এই ছবিটা আপনার কিনা" আজীব কারবার আমার মতো নিষ্কলুশ মানুষটার ছবি রেডিয়ামের বিজ্ঞাপনী লিফলেটের ফ্রন্টপেজে !!! গর্বে ইচ্ছে করতেছিল বাস থেকে লাফ মারি । কোন রকম বললাম "হুঁ" । আর পায় কে এইটাও দৌড়ে চলে গেল বাকিগুলোর কাছে তারপর দেখি একটার ব্যাগ থেকে আধলিটার স্প্রাইট বের হলো । বুঝলাম শয়তানগুলা বাজি ধরেছিল এই ছবিটা আমার কিনা ? পরাজিত বেচারা মন খারাপ করে বোতলটা ধরিয়ে দিলো বাকিগুলার হাতে ॥ শেষদিকে দেখি দ্বিতীয় ছেলেটা এগিয়ে এসে বললো "নেন ভাইয়া একটু ড্রিংস নেন আপনার জন্যই পাইলাম "
পুলা রক্স আমি শক্স
বিষয়: বিবিধ
১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন