এখন থেকে আপনিও বলবেন-"ওই কে আচোস পারলে আমার ফেসবুক আইডিটা হ্যাক কইরা দ্যাখা"
লিখেছেন লিখেছেন নীলসালু ০২ এপ্রিল, ২০১৩, ০১:১৪:০২ দুপুর
সবাই সব সময় ই ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার ভয়ে থাকে, কারন যে হারে ফেসবুক আইডি হ্যাক হচ্ছে।আমি নিজে কখন যে হামলা চালাই কার আইডিতে তার কোন ঠিক নাই।সেজন্য ভাব্লার হ্যাক করার আগে আমি আপনাদের কে সাহায্য করবো, আপনার ফেসবুক আইডিটা হ্যাক থেকে বাঁচাতে।যদি সিস্টেমে কাজ না করেন তাইলে কৈলাম ৭২ ঘন্টার মইধ্যেই হ্যাক মারুম আপনের আইডি.....যা-ই হোক অনেক দুষ্টমি করলাম এবার কাজের কথায় ৮০।
আসলে ফেসবুক আকাউন্ট হ্যাক অনেক সহজ হয়ে যায় যখন আপনি আপনার একাউন্ট এর সাথে সম্পৃক্ত ইমেইল আইডিটা আপনার ইনফোতে সো (দেখান) করেন। কারন কেউ যদি আপনার ইমেইল আইডিটা হ্যাক করতে পারে, তার মানেই আপানার ফেসবুক একাউন্ট ও সে হ্যাক করে ফেলেছে।ই-মেইল আইডি ছাড়াও ফেসবুক আইডি হ্যাক করা যায় সে বিষয়ে অন্য আরেকদিন আলোচনা করবো।
আপনার প্রথম কাজ আপনার একাউন্ট এর সাথে সম্পৃক্ত ইমেইল আইডিটা আপনার ইনফোতে সো না করা।এর জন্য আপানাকে যে কাজটি করতে হবে তা নিম্নরুপঃ
১) প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগিন করুন।
২)তারপর আপনার নামের উপর ক্লিক করে আপনার প্রোফাইলে যান।তারপর নিচের দেখানো স্থানে ক্লিক করুন
তারপর আপনার কন্টাক্ট ইনফো তে যান এবং "এডিট" এ ক্লিক করুন
কন্টাক্ট ইনফো টে গিয়ে "এডিট" এ ক্লিক করার পর একধম উপরেই আপনার ই-মেইল এড্রেস টি আপনি দেখতে পাবেন।মেইল এড্রেস এর ডান দিকেই আপনি সেটি হাইড করার অপশন পাবেন
এবার নিচের ছবিতে দেখানো স্থানে ক্লিক করেই আপনি খুব সহজেই আপনার মেইল এড্রেস হাইড করে পেলতে পারবেন এবং চাইলে অন্য লিঙ্ক গুলোও
এবার আপনাকে যে কাজ টি করতে হবে, তা নিম্নরুপঃ
১) Accountএ ক্লিক করে Account setting এ ঢুকুন
২) তারপর সেখান থেকে Security তে ক্লিক করুন
৩)তারপর লগ ইন নটিফিকেশান এ ক্লিক করে সেখানে যদি কেউ আপনার ফেসবুক আইডি লগ ইন করতে চায় তবে আপনি সেটার নটিফিকেশান পাবার জন্য আপনার মেইল অথবা ফোন নাম্বার সিলেক্ট করে দিন।
৪)Login notifications থেকে আপনি Email অথবা Text Message যেকোনো একটা অথবা দুটোই নির্বাচন করুন এবং সেভ করুন। এর ফলে অন্য কেউ যদি আপানার একাউন্ট এ ঢোকার চেষ্টা চালাবে তখন আপনি আপনার মোবাইলে একটি ম্যাসেজ এবং ইমেইল এ মেইল পাবেন। (এর জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বার এড করতে হবে)
৫) এরপর Login approvals ক্লিক করে ওটাকে নির্বাচন করুন এবং সেভ করুন । এর ফলে আপনি যখন ই আপনার ফেসবুক একাউন্টে লগিন করতে যাবেন তখন আপানার কাছে একটা কোড চাইবে। এবং এ কোডটি আপনার মোবাইলে চলে আসবে, এবং এ কোড দিয়ে আপনার একাউন্টে লগিন করুন। এবং প্রতিবার লগিন করার সময় এ তারা কোড চাইবে এবং এবার আপনার মোবাইলে নতুন কোড আসবে।
ব্যাস হয়ে গেছে।এবার আমি কেন আর কোন হ্যাকারের বাবার ক্ষমতা নেই আপনার একাউন্ট হ্যাক করা।
বিষয়: বিবিধ
৩৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন