আমার কিছু প্রিয় কোটস

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ১৩ মে, ২০১৪, ১১:৫৪:৫৮ রাত

“দুশ্চরিত্রা মহিলারা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা মহিলাদের জন্য৷

সচ্চরিত্রা মহিলারা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা মহিলাদের জন্য ৷

লোকে যা বলে তা থেকে তারা পূত-পবিত্র ৷তাদের জন্য রয়েছে মাগফিরাত ও মর্যাদাপূর্ণ জীবিকা।” ( সূরা নিসা-২৬)

"সবাই বলে রাজনীতি নোংরা - নোংরা , কিন্তু ওইসব মানবসন্তান তো এই নোংরাটা পরিষ্কার করতে আসে না , নিরাপদ দূরত্বে দাড়িয়ে থেকে বড় বড় কথা ওদেরকে মানায় না । আমি এই নোংরাটা পরিষ্কার করতে এসেছি ।"

. - < নেতাজী সুভাষ চন্দ্র বোস > -

নগ্ন উরুর প্রদর্শনীর যাদুতে বাড়ে নি অগ্রগতি,

দাঁড়ি-গোঁফ কামিয়ে আসেনি উন্নতি।

ধর্মহীনতায় পায়নি তারা এই সাফল্য,

ইংরেজী অক্ষরেও নেই কোন যাদু-মন্ত্র।

পশ্চিমা উন্নতি এসেছে কেবল তাদের জ্ঞান-বিদ্যায়,

আজ তারা মহাধনী মোদের ছেড়ে দেয়া পেশায়।

শার্ট-প্যান্ট-টাই পরার নাম নয় প্রগতি,

দাঁড়ি-টুপি-পাগড়ি নয় জ্ঞান-বিজ্ঞানের বিরোধী।

- < আল্লামা ইকবাল > -

"আমি ইহুদী নিধন করেছি তবে সব ইহুদী হত্যা করি নি যাতে ভবিষ্যতে মানুষ এদেরকে দেখে বুঝতে পারে আমি কেন ইহুদি নিধন করেছিলাম"

'আডলফ হিটলার'

"১০০০ সিংহ নিয়ে যদি সেনাবাহিনীই গঠন করা হয়, আর একটি কুকুরকে যদি তাদের নেতা বানান হয়, তাহলে যুদ্ধে সিংহ গুলু কুকুরের মতও মরবে....

কিন্তু, ১০০০ টিই কুকুরকে নিয়ে যদি সেনাবাহিনীই তৈরীই করা হয় ,এবং কুনো সিংহকে যদি তাদের নেতা নির্বাচন করা হয়, তাহলে কুকুর গুলাও যুদ্ধের ময়দানে সিংহের মতও লড়বে...."

'তিতুমীর সাফকাত'

বিষয়: বিবিধ

২১৬৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221233
১৪ মে ২০১৪ রাত ০২:৫১
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
221237
১৪ মে ২০১৪ রাত ০৩:২৬
শেখের পোলা লিখেছেন : তিতুমীর সাফ্ফাত সাহেবের কোটেশণটিই পছন্দ হল৷( কোরআনের কথা আলাদা থাক৷)
১৫ মে ২০১৪ রাত ০২:২৫
169101
তিতুমীর সাফকাত লিখেছেন : ধন্যবাদ ভাই
221303
১৪ মে ২০১৪ সকাল ০৯:০২
আহ জীবন লিখেছেন : "১০০০ সিংহ নিয়ে যদি সেনাবাহিনীই গঠন করা হয়, আর একটি কুকুরকে যদি তাদের নেতা বানান হয়, তাহলে যুদ্ধে সিংহ গুলু কুকুরের মতও মরবে....

কিন্তু, ১০০০ টিই কুকুরকে নিয়ে যদি সেনাবাহিনীই তৈরীই করা হয় ,এবং কুনো সিংহকে যদি তাদের নেতা নির্বাচন করা হয়, তাহলে কুকুর গুলাও যুদ্ধের ময়দানে সিংহের মতও লড়বে...."

'তিতুমীর সাফকাত'


বাহ বাহ বাহ বাহ বাহ বাহ।
সত্যই।
১৫ মে ২০১৪ রাত ০২:২৬
169102
তিতুমীর সাফকাত লিখেছেন : ধন্যবাদ, ভাই দুয়া রাখবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File