শিবির সেক্রেটারির অলৌকিক ক্ষমতা!

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০২ জানুয়ারি, ২০১৪, ০৪:২৭:২৭ বিকাল

হ্যাঁ ভাই কথা ১০০% সত্য ঘোরতর সত্য ঘটনা । চট্টগ্রামের পুলিশবাহিনী এর সাক্ষী । প্রত্যক্ষদর্শীরা সাক্ষী ।

চট্টগ্রাম মহানগর উত্তর শিবির সেক্রেটারির অলৌকিক ক্ষমতা! জেলে থেকেই ককটেল নিক্ষেপ করেছেন তিনি। আর সে জন্য তিনি মামলার আসামীও হয়েছেন।

জানা যায়, গতকাল বুধবার নগরীর আসকারদীঘির পাড়ে সময় টেলিভিশনের মাইক্রোবাসে কে বা কারা ককটেল হামলা করেছে। এ ঘটনায় নগর উত্তর শিবির সেক্রেটারি নুরুল আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কিন্তু, নগর উত্তর শিবির সেক্রেটারি গত ৪ মাসেরও বেশি সময় ধরে কয়েকটি মামলার আসামী হয়ে কারাগারে রয়েছেন। তার সে মামলাগুলোর কার্যক্রম চলছে।

এখন প্রশ্ন, নুরুল আমীন কী তবে, অলৌকিক ক্ষমতার বলে কারাগার থেকে ককটেল নিক্ষেপ করেছেন?

বিষয়: রাজনীতি

২৬৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158351
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৯
শফিউর রহমান লিখেছেন : আসামী হতে হলে সেখানে থাকতে হয় বা সে কাজ করতে হয় এমনটি কি এখনো ভাবেন? যুদ্ধকালীন দীর্ঘ ৯ মাসে আবদুল কাদের মোল্লা ফরিদপুরের বাইরে না গিয়েও যদি মিরপুরের ধর্ষনের আসামী হতে পারে এবং পরিশেষে ফাঁসিকাষ্ঠে ঝুলতে পারেন, সেখানে সেক্রেটারীতো ঢাকাতেই আছেন। তার আসামী হওয়াতো ডাল-ভাত (যদিও ডাল-ভাতের মূল্য এখন অনেক বেশী)।
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৩
113036
তিতুমীর সাফকাত লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
ভাইরে দ্যাষ যে কুন্দিকে যাইবার লাগছে বুজবার পারতাচি না ।
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
113049
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
সহমত
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৪
113638
শফিউর রহমান লিখেছেন : এখনো যদি না বোঝেন, তবে কবে বুঝবেন? একেবারে গুল্লায় যাওয়ার পরে? তখন বুঝে আর কি হবে?
158356
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাকে পীর মনে করে না আওয়ামি নেতারা এখন তার পায়ে ধরে!
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১২
113083
তিতুমীর সাফকাত লিখেছেন : সেইটাই ভাবতেছি । ভোটের আগে এই বাবা সেই বাবা ধরা তো বাংলাদেশের কালচার ।
158370
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
প্রজাপতি লিখেছেন : হাহাহা লোল নিউজ
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১২
113085
তিতুমীর সাফকাত লিখেছেন : ;Winking ;Winking
158394
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : যেমন মুজিব লাহোরী কাবাব আর রুটি খেতে খেতে ওখানে বসেই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন৷ তেমন আর কি?
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
113122
তিতুমীর সাফকাত লিখেছেন : হা হা হা
158413
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১০
ইকুইকবাল লিখেছেন : খুব হিসেব করে চলতে হবে কিন্তু। নয়ত জেলে থাকলেও এমন হবে। বর্তমানে ছাত্রলীগে যোগ দিলে সাতখুন মাপ
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৮
113209
তিতুমীর সাফকাত লিখেছেন : বদিউজ্জামান সোহাগ কই ? বায়াত নিমু ভাই আয় । Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
160923
১০ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৮
ধ্রুব নীল লিখেছেন : হাহাহা। আর কত ভণ্ডামি করবে এরা?
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
117176
তিতুমীর সাফকাত লিখেছেন : যত করা যায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File