পেয়ার, ইশক, মহাব্বাত = ভালোবাসা, প্রেম, পিরিতি
লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ২৩ জানুয়ারি, ২০১৪, ১১:৩১:১০ সকাল
what is the difference between মোহাব্বত & ইশক?
what is the difference between ভালোবাসা & প্রেম?
= সোজা বাংলায় নিঃকাম প্রেমই হচ্ছে ভালোবাসা। তুমি তোমার মা কে ভালবাসতে পারো কিন্তু তার সাথে প্রেম করতে পারো না! তুমি তোমার ভাইকে ভালোবাসো কিন্তু তার সাথে প্রেম করো না কারন প্রেমের সাথে যৌনতা মিশে আছে। তাই প্রেম ভালোবাসা শব্দগুলো ধর্মীয় ব্যাপারে ব্যবহারের সময় সাবধান।
সুফিবাদে মারিফাত বুঝাতে লায়লা মাজনুর ইশক টেনে আনা হয়, মনে রাখবা এইখানে তারা আশিক ও মাশুক হিসেবে রূপক অরথে এসেছে কিন্তু প্রকৃতপক্ষে তারা মাহবুব ও মাহবুবা।
আশিক = যে ভালোবাসে
মাশুক = যাকে ভালোবাসে (gender doesn't matter)
মাহবুব = প্রেমিক
মাহবুবা = প্রেমিকা।
gender আসলেই sex চলে আসবে।
A তিতুমীর সাফকাত Theorem
বিষয়: বিবিধ
২৭০৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর অর্থ বিবাহ পরবতী রাত "বাশররাত" নাউজুবিল্লাহ।
পীর পুজারীরা মনে করে তাদের পীর মড়ার দিনে আল্লাহর সাথে মিলন হয়। নাউজুবিল্লাহীমিনজালিক।
তাই এগুলো থেকে দুরে থাকতে হবে।
আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন