আমরা মুসলিম, আমাদের শুভবুদ্ধির উদয় হোক ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৩ জানুয়ারি, ২০১৪, ১১:২৫:০১ সকাল

পশ্চিমা দেশ ও মিডিয়াসমুহ একযোগে যখন ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে চিন্হিত করতে উঠেপড়ে লেগেছে, যখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তর যুদ্ধের নামে তারা মুসলমানদের বিরুদ্ধে তাদের পবিত্র ধর্মযুদ্ধ পরিচালিত করছে, যখন তারা শ্লোগান দেয় 'সব সন্ত্রাসীই মুসলমান' । তখন কেন জানি মুসলমান দেশগুলোও তাদের সাথে কাধে কাধ মিলিয়ে নিজেদের ধর্মের লোকদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে যুদ্ধে নেমেছে !!!!

মুসলমানদের ইসলাম পালনের ধরন বা চিন্তার ফারাক নতুন কিছু নয় । কিন্তু তাই বলে অন্য জাতির লোকদের সহায়তা নিয়ে নিজেদের একটি গ্রুপের সাথে যুদ্ধে নামতে হবে, তাদেরকে সমুলে বিনাশ করতে হবে, এ সর্বনাশা চিন্তা সুবিধাভোগী মুসলিমপ্রধান দেশগুলোর নেতৃত্বকে পেয়ে বসেছে সূদীর্ঘকাল ধরে । যা এখন চরমরুপ লাভ করেছে ।

মুসলমানরা ইতিহাসের একটি বিষয় কেন যেন ভুলতে বসেছে ! অমুসলিমরা যখন কোন মুসলিম এলাকায় হামলে পড়ে তখন তারা পীর-ফকির, জামাত-বিএনপি, বা আওয়ামিলীগ দেখবেনা । অমুসলিমদের কাছে কচুকাটা করার জন্য তাদের মুসলিম পরিচয়ই যথেষ্ট ।

াবর্তমান সরকার এ সর্বনাশা খেলায় মেতে উঠেছে । জামাত-হেফাজতকে অত্যাচার নির্যাতন চালিয়ে তাদের প্রতিরোধকে অনুগত মিডিয়ার মাধ্যমে জংগী কার্যক্রম আখ্যা দিয়ে নিজেদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের শরীক বানিয়ে ক্ষমতা প্রলম্বিত করার অপকৌশল নিয়েছে পুরোমাত্রায় । কিন্তু মুসলিম সম্প্রদায়ের আওয়ামি দূর্ভাগারা স্পেন ও ইউরোপের ইতিহাস কোনদিন ঘেটে দেখেনি । অমুসলিমরা বর্বরতা চালালে তখন নিজেদের উপাসনালয় কোন মসজিদও রেহাই পায়না। নামে মুসলমানের গন্ধ পেলে সেও রেহাই পাবেনা অত্যাচার থেকে, যেমনটি বছর কয়েক আগে গুজরাটেও আমরা দেখেছিলাম ।

মুসলমানদের শুভবুদ্ধির উদয় হোক ।

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166212
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৩
সাইদ লিখেছেন : আমরা নিজেরাই ঝগড়া বিবাদে লিপ্ত।নিজেরা ঐক্য না করে শুধু সমালোচনায় ব্যাস্ত।
166239
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৪
জাগো মানুস জাগো লিখেছেন : We are so called muslim.1st of all, we muslims have to return to the Quran & hadis.We have to forget all silly matter regarding islam & shoule be united.
But very shame-alas we donot aware of this.We are doll of jewis,non-muslims worldwide.

May allah give us the realization.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File