বানান বিড়ম্বনা
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ৩১ মার্চ, ২০১৩, ১০:০৯:০০ সকাল
ব্লগের সুবাদে বেড়েছে লেখার স্বধীনতা। সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের মত অখ্যাতদের লেখার। আগে আমরা লিখতাম নিজেদের ডায়েরি কিংবা ব্যাক্তিগত নোটখাতায়। সেই লেখা নিজেরাই মাঝে মধ্যে পড়তাম, সর্বোচ্চ দু' তিনজন কাছের বন্ধু পড়ত। কিন্তু ব্লগের সুবাদে আমাদের লেখা অনেক চেনা-অচেনা লোকজন পড়ে, মন্তব্য করে। আমরা অনেকেই সময়পযোগী ও প্রয়োজনীয় বিষয়বস্তু লিখি। কিন্তু আমাদের লেখায় সাধারণ ভুলের প্রবণতা লক্ষণীয়।যার ফলে লেখার গুরুত্ব কিছুটা হলেও হ্রাস পায়। তাই সকলের প্রতি অনুরোধ রইল, লেখার সময় এই বিষয়ে সচেতন থাকবেন। সকলের প্রতি রইল শুভ কামনা।
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন