জাতির বিবেক
লিখেছেন লিখেছেন অনুক্ত ৩১ মার্চ, ২০১৩, ০৯:৪১:৩৭ সকাল
আল কুরআনকে ভালবেসে
জীবন দিল যারা
তাদের স্মরন করবো মোরা
আজীবন ভরা।
দুই সহদরের মৃতু্ যখন
একই দিনে হয়
তবু মোদের বিবেক কি
কোন কথা কয়।
ন্যায়ের পথে লড়তে হবে
এ্টাই মোদের পণ
তবু কেন বসে আছি
আমরা মোমিনগণ।
আমার মত শত ছেলের
জীবন গেল চলে
তবু কি জাতির বিবেক
কোন কথা বলে।
বিবেক যাদের গর্জে ওঠে
সন্ত্রাসীদের জন্য
তাদের দিয়ে হবে কি ভাই
বাংলাদেশ ধন্য।
বিষয়: বিবিধ
১৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন