ঈদ বোনাস বিড়ম্বনা
লিখেছেন লিখেছেন অনুক্ত ০৫ আগস্ট, ২০১৩, ০১:৫১:২৫ দুপুর

ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। বছরে দু'বার আমরা ঈদ উৎযাপন করি। প্রাইভেট কোম্পানীগুলোতে সাধারণত দুই ঈদে বোনাস দিয়ে থাকে। এই দু্টি বোনাস নিয়ে বিড়ম্বনার কোন শেষ নেই। বোনাস পাওয়ার পর ইচ্ছায় আর অনিচ্ছায় আমাদেরকে নিমোক্ত ব্যক্তিদের বোনাস দিতে হয়।
১. অফিস সহকারী।
২. বাসার দারোয়ান।
৩. পরিচ্ছন্নকর্মী।
৪.লিফট ম্যান।
৫. গাড়ি চালক।
৬.বাচ্চার স্কুলের দারোয়ান।
৭. পত্রিকার হকার।
৮.বিদু্ৎ বিল বিতরণকারী।
৯. কুরিয়ার সার্ভিসের কর্মী।
১০. ডাক পিয়ন।
১১. রিক্সা চালক।
এই তালিকা ছাড়াও আরো অনেক বোনাস আপনাকে আমাকে দিতে হবে। এখন কথা হলো একজন মানুষ যদি ৬০০০ টাকা বোনাস পায় তাহলে সে কিভাবে এত লোকের তাহিদা পুরণ করবে। এমন অনেক মানুষ আছে যার কাছ থেকে বোনাস নেয়া তো দুরের কথা বরং তাকে বোনাস দিতে পারলে তার উপকার হবে। অথচ চক্ষু লজ্জার কারণে তাকে বোনাস দিয়ে যেতে হচ্চে। এই সংস্কৃতি কোথা হতে আসল আর এর শেষ কোথায় তা আমি জানি না।আমার সাথে আপনারা একমত হবেন কিনা আমি জানি না। 
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন