আজব!!!
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ৩০ মার্চ, ২০১৩, ০১:৩২:০০ দুপুর
কয়েকদিন থেকে একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। ফেসবুকেও এরকম একটা কমেন্ট দেখেছি। জামাত বি.এন.পি জোট শহীদ মিনার ভাংচুর করছে, সংখ্যালঘু সম্প্রায়ের উপর হামলা করছে। যদিও কাউকে হাতেনাতে ধরতে পারছে বলে আমার জানা নেই। অন্যদিকে শহীদ মিনার ভাংচুর করার সময় হাতেনাতে ধরা পড়েছে আওমীলীগের কর্মী। বলা হল সে নাকি মানসিক রোগী। কয়েকদিন পর মন্দির ভাংচুর করার সময় ধরা পড়ল আরেকজন আওমীলীগের কর্মী, এবার বলা হল সেও নাকি মানসিক রোগী! আমার প্রশ্ন- তাহলে আওমীলীগ কি মানসিকলীগ?এসব অপকর্মের হোতা কারা?
বর্তমানে সত্য কথা বললে যার পক্ষে যাবে সে বাহবা দিবে, আর যার বিপক্ষে যাবে সে ১৪ গোষ্ঠী উদ্বার করবে।হতে হবে রাজাকার, আর না হয় নাস্তিক।
বিষয়: Contest_mother
১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন