কেন? (Why?)
লিখেছেন লিখেছেন তেপান্তর ৩০ মার্চ, ২০১৩, ০১:৩৫:৪৩ দুপুর
কেন এমন হয় আমার?
স্বপ্নগুলো প্রতিনিয়ত ভেঙ্গে হয় চুরমার।
কষ্টগুলো ঘিরে ধরে চারপাশ থেকে
আনমনে এসে ক্ষত করে দেয় হৃদয়টাকে।
কেন জীবনটা এলোমেলো আমার?
গোছাতে ব্যর্থ হই বারংবার!
গন্তব্যহীন পথচলা অজানার পথে
হয়েগেছি ক্লান্ত-শ্রান্ত একলা রথে।
কেন চাওয়াগুলো অপূর্ণ থাকে আমার?
বেশী কিছু তো চাইনি বারবার!
চাওয়া ছিল শুধু একজন প্রিয়জনের
চেয়েছিলাম এনে দিতে পূর্ণতা জীবনের।
বিষয়: সাহিত্য
১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন