আমরাতো মুন্জালাই

লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ১৮ জুন, ২০১৪, ১০:৩৯:০২ সকাল

আমরাতো মুন্জালাই। আমরা নিজের স্বার্থে সমাজ রাষ্ট্রের ক্ষতি করতে দ্বিধা করিনা। আমরা নিজের গদি আঁকড়ে থাকতে দেশের স্বার্থকে অন্যের কাছে বিক্রি করতে দ্বিধা করি না। নিজের গদি ধরে রাখতে দেশের মানুষের রক্ত ভাসিয়ে দিতে দ্বিধা করিনা। ইতিহাসে সৈরশাসকের ক্ষমতা দখলের সফলতার কাহিনী যেমন আছে, সেই সাথে সফলতার পরই করূণ পতনের কথাও উল্লেখ আছে। গতকাল টিভি মিডিয়ায় জনাব নাসিমের বক্তব্য দেখলাম। উনি চি‍‍তকার করে বলছেন খালেদা যদি উনাদের বৈধ বলে তাহলেই তার সংলাপ হবে! অন্যথায় নয়। তার মানে উনারও বৈধতা নিয়ে সন্দেহ আছে, তাই বৃহত একটি দলের বৈধতা প্রয়োজন। জনাব রনি শেষ পর্যন্ত জানতে পেরেছেন ''মুন্জালা'' অর্থ কী। চীনারা আমাদের বাংলাদেশীদের মুন্জালা বলেই সম্বোধন করে, যার অর্থ বোকা।। আমরা কী আসলেই বোকা? আমরা নগদে বিশ্বাসী। নগদে ১০ টাকা নিতে প্রস্তুত যদিও জানি পরবর্তীতে এই ১০ টাকার জন্য ৫০ টাকা দিতে হবে।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File