আমরা আজ স্বর্ণের দেশে বাস করছি!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন সাইফুল সোহেল ১৮ জুন, ২০১৪, ১১:১৫:২৩ সকাল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে সাত কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত ৬০টি স্বর্ণের বারের মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা। এসময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সকাল পৌনে নয়টার দিকে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আজ সকাল সাড়ে আটটার ওই ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। বিমানে আসা তিনজন যাত্রী বিমানবন্দরে নামার পরপর তাদের কাছে থাকা সোনার বারগুলো তিন সহযোগীর কাছে হস্তান্তর করে বিমানবন্দর থেকে বেরিয়ে যান। ওই তিন সহযোগী যাত্রী বিমানে করে সিলেটে যাওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

উৎস-মানবজমিন

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File