আল্লাহর দোহাই লাগে প্লীজ তোর কুত্তা সামলা.................

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৮ জুন, ২০১৪, ১১:১৭:৫৪ সকাল



হাসিনা তোর কাছে চাকুরি ও চাই না ভাত ও চাই না ...........

আল্লাহর দোহাই লাগে প্লীজ তোর কুত্তা সামলা.................

তোর হামলা, মামলা, গোম, খুন, মানুষ পোড়া, রগ কাঁটা , পা কাঁটা, মাথা কাঁটা, আর গলিত লাশের গন্ধে আমাদের ঘুম হারাম...........

আমরা আর তোর জল্লাদ কসাই বাহিনীর হাতে হিংস্রতার নিঃসঙ্গ নিঃশ্বংতা আর বীভৎসতায় মরতে চাই না..................

আমাদের মরার মত মরার স্বাধীনতা টুকু দেয় অন্তত........... দোহায় লাগে তোর কুত্তা সামলা প্লীজ । আর কোন পীলখানা নয় , আর কোন রানা প্লাজা নয়, আর কোন ফ্লাই ওভারের গার্ডার ভেঙ্গে নয়, আর কোন হেফাজতের মেসাকার নয়, চাই না আর কোন রাসেলের কর্তিত পা..................

পাছে যেন কারো নিম্ন রূপ ইতিহাস রচিতে না হয় .........

ধরণীর মানচিত্রে ছোট্ট একটি দেশ ছিল-সেই দেশের নাম ছিল বঙ্গদেশ। সেই দেশের জনগনের মধ্যে একটা বিশেষ প্রজাতি ছিল-তাহাদেরকে বলা হইত “হাম্বা”। হাম্বাদের মধ্যে কোনো প্রকার দেশ প্রেমছিলনা। তাহারা নিজ দেশের খেয়ে পড়ে ইন্ডিয়ার দালালী করিতো। হাম্বাজাতি দেশ প্রেম বলিতে বুঝিতো-হাটুগেড়ে গোপাইল্যা আফার বন্দনা করা। হাম্বা হইলেও উহাদের চরিত্রে খেকশিয়ালের স্বভাব বিদ্যমান ছিল। হিংস্র হাম্বা সর্দার যেকোনো খারাপ কথা বলিত-হাম্বা প্রজাতি সেই কথাই সমস্বরে শিয়ালেরমত হুক্কা হুয়া বলিয়া টেকনাফ-থেকে তেতুলিয়া তথা সারা বংগদেশে প্রচার করিত।

ইতিহাসে হাম্বা জাতিছিল অত্যন্ত নিষ্ঠুর, বর্বর। হাম্বাদের নিষ্টুরতা চেংগিশ-হালাকু খান, নরেন্দ্র মোদী, ইয়াহিহা-টিক্কা খানদেরকেও হার মানাইত। তাহারা লগি-বৈঠাদিয়া প্রকাশ্য দিবালোকে মানুষ পিটাইয়া মারিয়া ফেলিত

এবং সেই মৃতদেহের উপর উঠিয়া পৈচাশিক নৃত্য লম্ফন করিত,হাত পা কাটিয়া ফেলিয়া রাখিত, এতে কারো কোন বিকার হইত না।বিনা অপরাধে মানুষকে তারা ফাঁসিতে ঝুলাইত। তাহারা সব সময় চাপাত্তি, নাইন শুটার পিস্তল বন্দুক নিয়া টেন্ডারবাজী করিত, দখল বানিজ্য করিত। মানুষ হত্যা, সরকারী-বেসরকারী তথা অন্যের ধন সম্পদ লুটপাটছিল তাহাদের অন্যতম পেশা ......

হাম্বা সর্দারের মাথার মধ্যে গোবর, মুখ ভর্তি গু এবং পেট ভর্তিছিল হিংসা বিদ্বেস। তাহার মুখের ভাষাছিল অত্যন্ত করদর্য্য, অশ্লীল ও নোংরা-তাই সাধারন মানুষ বলাবলি করিত, “হাম্বা সর্দার মুখ দিয়ে মল ত্যাগ করে”। সেই সর্দার দেশের সম্মানীত জ্ঞানী-গুনী মানুষদের সহ্য করিতে পারিতনা। সব সমই জ্ঞানী গুনী ব্যক্তিত্ব এবং বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে কুতসা রটাইত এবং হামলা মামলা দিয়ে হয়রানী করিয়া একধরনের বিকৃত আনন্দলাভ করিত........তাই দেশের সর্বচ্চ আদালত তাহাকে “রঙ হেডেট” ঘোষনা করিয়াছিল......কাজেই একজন রঙ হেডেট এবং তার বংশবদদের নিকট থেকে ভাল কিছু আশা করা নিরর্থক............

আমার ঘুম পাচ্ছে, আমি স্থির, স্তিমিত হয়ে যাচ্ছি, আমার কি বোর্ড আর চলছে না...............

হে ভাই, ভগ্নী, বন্ধুগণ ............

স্ট্যাটাসটি পড়ার পর, ছবি টি দেখার পর আপনার চোখটি একবার বন্ধ করুন..........

ভাবুন আপনার প্রিয় ভাইটির পা হাসিনার হায়েনা পার্টীর হিংস্র জানুয়াররা খেটে নিচ্ছে আপনার সামনেই দিনে দুপুরে অথবা আপনার প্রিয় পা খানা । কেমন লাগছে আপনার? কেমন অনুভব করছেন আপনি??

এ কি দেশ!!! নাকি হাসিনার জল্লাদ খানা???

আর কত পুড়ালে , আর কত ডুবালে , আর কত কর্তন করলে , আর কত গোম, খুন করলে?

তোমরা চিৎকার করবে?? তোমাদের কিছু করার দরকার নেই হয়ত নিজের পরিণতির প্রহর গুনছ তোমরা............

১৬ কোটি মানুষ একই সময়ে সমস্বরে আওয়াজ দিলেই তো তাদের কলিজা বিদীর্ণ হয়ে যাওয়ার কথা...........

না আর পারি না............ আমি উম্মাদ হয়ে যাব , নচেৎ শোককে শক্তিতে পরিণত করে জালিমের মসনদ উপড়ে দিব ইনশে আল্লাহ............ হে মাবুদ এই নির্বোধ জাতীকে হেদায়াত দাও ,শক্তি দাও ,বিবেক দাও, সক্ষমতা দাও ,

নচেৎ ধ্বংস করো কারন কিছু সৃষ্টির জন্য ধ্বংস অনিবার্য........

রক্তাক্ত মতিহার আমার ভাইয়ের রক্তে আবার সিক্ত

প্রতি ফোটা রক্ত কথা বলবে ইনশাআল্লাহ

আবারো ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার এক ভয়াবহ রূপ জাতি দেখলো। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বর্বর হামলায় মারাত্মক আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা ও মেধাবী ছাত্র রাসেল আহমেদের ডান পা বিচ্ছিন্ন।



চোখের পানি শুধু গড়িয়ে পড়ছে ছবিটি দেখে................

তোদের মুক্তি যুদ্ধের গুষ্টি কিলায়.............

তোরা মানুষ না, তোরা হিংস্র জানোয়ার, তোরা বাংলার ডাইনোসর, ডাইনোসরের মত নিপাত হোক তোদের .......

তোরা মানুষ না, তোরা আওয়ামীলীগ ............

আসলে এরা মানুষ কিনা নিচের ছবি গুলো দেখে বলুন...।



















পরিশেষে বলি, আমি হাসিনার কসাইখানা বাংলাদেশ থেকে বলছি............

তোমরা বলদ মার্কা জনগণ সকল জবাই হওয়ার জন্য প্রস্তুত হও........................

বিষয়: বিবিধ

৩০৫১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236106
১৮ জুন ২০১৪ সকাল ১১:৪৬
হতভাগা লিখেছেন : ''You get the Government you deserve''

এটা আল্লাহর একটা পরীক্ষা বাংলাদেশের মানুষের জন্য ।

বাংলাদেশের মানুষের কর্ম ফলই এগুলো ।

''আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষন না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়।'' - আল-ক্বুরআন
১৮ জুন ২০১৪ সকাল ১১:৫১
182652
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যি ভাই আমরা হতভাগ্য জাতী নিজ কর্ম গুণে.....।
236108
১৮ জুন ২০১৪ সকাল ১১:৫০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন :
কি মন্তব্য করবো...
১৮ জুন ২০১৪ দুপুর ১২:০৭
182657
সত্য নির্বাক কেন লিখেছেন : প্রিয় ভাই মন্তব্যের প্রয়োজন নাই কাজ করে যান...।
236133
১৮ জুন ২০১৪ দুপুর ০১:১৭
সন্ধাতারা লিখেছেন : I am really speechless! May Allah save us and give the right path to face the tyrant govt.
১৮ জুন ২০১৪ দুপুর ০২:৪০
182722
সত্য নির্বাক কেন লিখেছেন : মাগো তোমারা নির্বাক হলে হবে না
236165
১৮ জুন ২০১৪ দুপুর ০২:৪০
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : দেশের ভারসিটিগুলো কসাইতে ভরে গেছে,তবে মানসি কসাই যারা মানুস মারে।এটাও সরকারের বিশেষ গুন।হাছিনা মেডাম জানে আর ভোট পাওয়ার আশা নাই,তাই মেরে খমতায় থাকতে হবে।
236184
১৮ জুন ২০১৪ দুপুর ০৩:২৩
বাংলাদেশ টাইমস্ লিখেছেন : বলার কিছু নাই........
236198
১৮ জুন ২০১৪ বিকাল ০৪:১৬
আবু জারীর লিখেছেন : হাচিনাই যাখন ২০০৬ এ তার পালিত কুত্তা লেলিয়ে দিয়েছে তখন সে তা সাম্লাবে কেন? ইতি মধ্যেই কুত্তায় কুত্তায় কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। কবে বা জানি কুত্তার মালিককেই কুত্তায় কামড়ায়?
236215
১৮ জুন ২০১৪ বিকাল ০৫:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আবু জারীর লিখেছেন : হাচিনাই যাখন ২০০৬ এ তার পালিত কুত্তা লেলিয়ে দিয়েছে তখন সে তা সাম্লাবে কেন? ইতি মধ্যেই কুত্তায় কুত্তায় কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। কবে বা জানি কুত্তার মালিককেই কুত্তায় কামড়ায়? আল্লাহ এর পরিণতি দেখান তাড়াতাড়ি! জাতিরজনগণ অপেক্ষায় .............তা দেখার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File