শিক্ষাক্ষেত্রে পাশের হার বৃদ্ধি। টেক্সবুকের পাশাপাশি ফেসবুকের সাফল্য।

লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ২০ মে, ২০১৪, ১২:৩২:২৮ রাত

শিক্ষার্থীর গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা প্রবর্তণ করা হয়েছে যা অবশ্যই প্রশংসার দাবী রাখে। চারিদিকে ভুরি ভুরি A+ যেই ছেলে B পাওয়ার যোগ্য না সেও দেখি A+ আমাদের শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য!! আমি কখনই মনে করিনা আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন হয়েছে, যদি কিছু হয়ে থাকে সেটা ফলাফল উন্নয়ন হয়েছে। এবং সেটা আমাদের জন্য কতটা ক্ষতিকর তা চিন্তাও করা যায়না। আমাদের শিক্ষার্থীরা গড়ে উঠছে একেক জন গোবর গণেষ হয়ে। একটা সময় আমরা মেধাশূণ্য হয়ে পড়ব, বিপর্যস্ত হবে আমাদের স্বাধীনতা।

কিভাবে এই অভাবনীয় সাফল্য:::

ঘটনা-১

২০১৪ সালের পরীক্ষার্থীদের (ইতিমধ্যে ফল প্রকাশ হয়েছে)ভাল করে পড়ার জন্য তাগিদ দিচ্ছিলাম। এমনকি ভাল করে না পড়লে ফেল করার কথাও বললাম। উত্তরে তারা আমাকে বলল, স্যার ফেল করব না, এটা নিশ্চিত!! আমিতো অবাক! জিজ্ঞাসা করলাম কিভাবে? তারা তাদের এক বন্ধুর বাবার কথা বলল, তিনিও এস.এস.সি-র একজন পরীক্ষক। তিনি এর পূর্বে যে উত্তরপত্র দেখেছিলেন সেগুলোতে ফেল থাকায় তার বেতন বন্ধ হয়ে গেছে!! সুতরাং ফেল করালে পরীক্ষকেরই বিপদ, তাই কেউ ফেল করাবেনা।

ঘটনা-২

এক মেসে ছিলাম ২দিনের জন্য। সেখানে একজন এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল। তাকে দেখলাম টেক্সবুক পড়ছে আর কিছুক্ষণ পর পর ফেসবুক চেক করছে! কেন ফেসবুক চেক করছে সেটা নিশ্চয় আর বলতে হবেনা।

শিক্ষার্থীরা টেক্সবুকের পাশাপাশি ফেসবুকও পড়ছে। পূরণ হয়েছে ডিজিটাল বাংলা গড়ার স্বপ্ন।

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File