ইদানিং ডাক্তারদের সাথে মারামারি

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২০ মে, ২০১৪, ১২:৩৭:৩৫ রাত

হাসপাতালগুলোতে যে অনিয়ম হয় না-তা বলা যাবে না । কিন্তু হাসপাতালের সব অনিয়মের পেছেনে ডাক্তারদের হাত খুব কম । ধরুন, হাসপাতালে ওষুধ পাওয়া যাচ্ছে না । দেখা যাবে, স্টোরম্যান সব সাফা করে দিয়েছে । সেক্ষেত্রে ডাক্তারের কিছু করার থাকে না । কারণ স্টোরম্যানকে কিছু বলতে পারবেন না । কারণ হাসপাতালের তৃতীয় চতুর্থ শ্রেনীর সিন্ডিকেট অনেক শক্তি শালী । অনেকে আবার সরকার দলীয় নেতা । সব কর্মচারী খারাপ তা বলবো না, তবে একটা বড় অংশ খারাপ ।এদের নিয়ন্ত্রণ করতে পারা মুস্কিল, তবে পরিচালক কিছু করতে পারে । তবে কেন জানি পেরে ওঠে না, যেমনিভাবে বাংলাদেশে কোনো সেক্টর থেকে দুর্নীতি দূর করা যায় না ।

হাসপাতালগুলোতে আমি বরং দেখেছি, বহু ডাক্তার নিজের পয়সা দিয়ে পুওর ফান্ড করে গরিব রুগীদের সাহায্য করেন. অনেকে নিজে রুগীকে রক্তও দেন ।

মূল কারণ গুলো দূর না করে শুধু ডাক্তার পেটালে যে ফল হবে, আমার মনেহয় তাতে আমাদের চিকিত্সা সেবা ভেঙ্গে পড়বে. সাথে সাথে ভারতে আমাদের রুগীদের যাত্রা বাড়বে । মাঝে ভারত লাভবান হবে, কিন্তু আমরা নিজের লোকের বিশ্বাস তো হারাবই, সাথে সাথে যাবে অর্থ গচ্চা ।

যে জিনিসগুলো করা যেতে পারে

১. রুগীরা জানা দরকার কত টাকার সেবা সে পেলো যদি সে বেসরকারী ভাবে চিকিত্সা করাত।

২. হাসপাতালে কঠোর নিয়ম চালু করতে হবে, অযাচিত লোকের প্রবেশ পূর্ণরূপে বন্ধ করতে হবে

৩. প্রত্যেকের কাজ ঠিকমতো করছে কিনা, নিশ্চিত করতে হবে ।

৪. তৃতীয়, চতুর্থ সহ যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ক্ষমতা পরিচালকের থাকতে হবে, এবং ক্ষমতার প্রয়োগ করতে হবে ।

৫. অভিযোগ প্রকাশের একটি বুথ থাকতে হবে

৬. কোনো ব্যক্তি যদি কোনো ডাক্তার বা কর্মচারীর গায়ে হাত তোলে, তাহলে তাকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে

৭. তেমনি ভাবে ডাক্তার বা অন্য কোনো কর্মচারী যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে ।

৮. ডাক্তার বা কর্মচারী যেনো তাদের উপযুক্ত পারিশ্রমিক ও সুবিধাদি পায় তা নিশ্চিত করতে হবে ।

৯. পরিশেষে সবার মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে

বিষয়: বিবিধ

৯৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223558
২০ মে ২০১৪ রাত ০১:০৮
বেদনা মধুর লিখেছেন : এরকম ভাল পরামর্শ দিলে আপনাকে রাজাকার বলবে লীগেরা। দেশের ভাল চেয়েছেন তো সমস্যা। লীগ হয়ে যান। দেশ শেষ করে দেন। কোনো সমস্যা হবে না। শালার বি এন পির মত মেয়েলী দলের কারণে আজ দেশের এই অবস্থা। একটু তারা শক্ত থাকলে এত দিনে দেশের মানুষ লীগ সন্ত্রাসীদেরকে দেশ ছাড়া করতে পারতো। এখন আর আশা নাই। আমিও লীগ হয়ে যাব। জয় বাংলা।
223592
২০ মে ২০১৪ সকাল ০৬:০০
মাটিরলাঠি লিখেছেন : ৪. তৃতীয়, চতুর্থ সহ যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ক্ষমতা পরিচালকের থাকতে হবে, এবং ক্ষমতার প্রয়োগ করতে হবে। -এটা দরকার, কিন্তু বাস্তবায়ন কি ভাবে হবে?

এই শ্রেণীটার দাপট আমার দেখার দুর্ভাগ্য হয়েছিল বারডেমে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File