স্মরণ কালের সবচেয়ে বড় সমাবেশের অপেক্ষায় বীর চট্টলা

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২৪ এপ্রিল, ২০১৩, ০১:০৭:২১ দুপুর

স্মরণ কালের সবচেয়ে বড় সমাবেশের অপেক্ষায় বীর চট্টলা



স্মরণ কালের সবচেয়ে বড় সমাবেশের অপেক্ষায় বীর চট্টলাবাসী, বার আউলিয়ার এই পুণ্যভূমি চট্টগ্রাম যেখানে যুগে যুগে ইসলাম এর প্রসার ঘটিয়েছেন আউলিয়ারা আর ধর্মপ্রাণ মানুষেরা নিজ ধর্ম পালন করেন বিনা বাধায় । এখানে আছে বিশ্বের বড় বড় কওমি মাদ্রাসার কয়েকটি । যেখানে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে । তবে এ পুণ্যভূমিতে নাস্তিক মুরতাদের কোন স্থান হবে না। আর এই নাস্তিকদের বিরুদ্ধে ৬ই এপ্রিল লংমার্চ থেকে চট্টগ্রামে ২৬ ই এপ্রিল মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।



আজ থেকে নগরীর গুরত্বপুর্ন ১৫ টি মোড়ে মাইক লাগিয়ে এবং ১২ টি টেক্সি ২ টি ট্রাকে করে সারা শহরে প্রচারনা শুরু করতে যাচ্ছে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরী। এছাড়া ইতিমধ্যে চট্টগ্রাম শহর এবং এর আশেপাশের জেলা-উপজেলায় লক্ষাধিক পোস্টার লাগানো হয়েছে ২৬ এপ্রিল নগরীর ওয়সা মোড়স্থ ইসলামী চত্বরের সমাবেশ সফল করার লক্ষে।

ধারনা করা হচ্ছে এই নাস্তিক বিরোধী সমাবেশে ৭ লক্ষ লোকের জমায়েত হবে , বাধা আসলে পায়ে হেটে জোগ দিবে সাধারন মানুষ । এ যাবত চট্টগ্রামে যে কোন রাজনৈতিক ও অরাজনৈতিক সমাবেশের চেয়ে এটি হবে সবচেয়ে বেশি মানুসের জমায়েত ।

বিষয়: বিবিধ

২০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File