আওয়ামিলীগ ও বাংলাদেশ

লিখেছেন লিখেছেন দূরবীন ২৪ এপ্রিল, ২০১৩, ১২:৫৯:২৮ দুপুর

বাংলাদেশের রাজনীতির মূলধারা দুইটি, একদল বিম্পিওয়ালা আরেকদল আম্বালীগ, মূলত এরাই সাধারন মানূষের ছোট্ট মাথায় বারবার ঘুরেফিরে আসে এবং উপমহাদেশের অন্যান্য প্রধান রাজনৈতিক দলের মত এদুটো দলো পরিবারতান্ত্রিক,

আমার কথা এ বিষয়ে নয়, কোন দল নিজেদের মধ্যে গনতন্ত্র চর্চা করুক আর নাই করুক সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু রাজনীতির কিছু পূর্বশর্ত আছে যা তাকে মানতেই হবে,

পূর্বশর্ত গুলোর মধ্যে শুধু একটার কথাই বলব সেটা হচ্ছে "সহনশীলতা" এই একটা ব্যাপার যে দেশের রাজনীতিতে আছে সে দেশ রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক স্থিতিসীল।

বর্তমান ক্ষমতাশীল আওয়ামি লীগ তাদের মধ্যথেকে সহনশীলতার শেষ বিন্দুটিও ঝেরে ফেলেছে, তাদের বর্তমান দর্শন অনুযায়ি বাংলাদেশের একমাত্র বৈধ রাজনৈতিক দল তারাই, শুধুমাত্র তারাই এদেশে রাজনীতি করার অধিকার রাখে। অবস্য জন্ম থেকেই তাদের মনোভাব এরকম, তাদের বর্তমান বক্তৃতা গুলো থেকে তাদের মনোভাব পরিস্কার বুঝা যায় । তাদের দাবি আওয়ামিলীগই একমাত্র ভোট পাওয়ার দাবিদার , হাজারো দূর্নীতির অভিযোগে যদি ভোট নাই দাও তাহলে অন্তত তাদের রাজনৈতিক মতাদর্শকে সাপোর্ট করতে হবে। ভোট তো তারা পাবেই টাকা আছে আর আছে চেতনা ব্যাবসা।

যদি তাদের সাপোর্ট না করেন?

তবে আপনি হয়ে যাবেন স্বাধিনতা বিরোধি, চেতনাবিরোধি, সোজা বাংলায় রাজাকার আর অনলাইনের ভাষায় ছাগু।

কথা হল এমন একটা দলকে কি রাজনৈতিক ভাবে মোকাবেলা করা সম্ভব?

নাকি ফটিকছড়ি থেরাপি ছাড়া এরোগ সারবে না,

আমার ভাষায় রাজনৈতিক ভাবেই সম্ভব, যার প্রকৃষ্ঠ উদাহরন ২০০১ সাল,

Evry action have a counter ¶llel reaction

এই চার বছরে আওয়ামিলীগ এমন কিছু রাজনৈতিক সংস্কৃতি চালু করল যা তাদের প্রতি বুমেরাং হতে বাধ্য,

এ অস্বস্তিকর পরিস্থিতি থেকে উত্তরনের জন্য প্রয়োজন অপেক্ষাকৃত ভদ্র, সহনশীল এবং দেশপ্রেমিক ১৮ দলিয় জোটের সময়োপযগি কর্মসূচি। এবং এ আন্দোলনে নেতৃত্ব দিতে হবে বিম্পিওয়ালাদেরকেই

বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ কন্ঠের হুসিয়ারি আম্বাদের মনে ভয় ধরাতে যথেষ্ট!

তবে খেলাটা খেলছে কিন্তু ভারত, চরম সুযোগসন্ধানি,

সূদিনের প্রত্যাসায়......

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File