"প্রত্যাবর্তন"
লিখেছেন লিখেছেন নওয়াজিস ২৪ এপ্রিল, ২০১৩, ০১:০৮:০৩ দুপুর
হে আল্লাহ,
ভুল করে তোমায় ভুলেছি তাই
ক্রমাগত আমি ভুলই করে চলেছি
দিয়েছ আমায় পর্যাপ্ত বিবেক বিচার,
তারপরও করে চলেছি শুধুই অনাচার।
পাঠিয়েছ নবী(সাঃ)কে পথ দেখাতে
সে পথ ফেলে ছুটে চলেছি বিপথে
দিয়েছ পথ নির্দেশ পবিত্র আল কুরআনে
তা ফেলে মজেছি মনুষ্য রচিত আইনে
কুরআনকে করেছ সহজ বুঝার জন্যে
কিন্তু কুরআন পড়ে রয়েছে ধূলার মধ্যে।
ফজরের সময়ে উঠা হয় না ঘুম ভাল লাগে,
যোহরের সময়ে আমার খাওয়া গোসল চলে,
আসরে দারুণ ব্যস্ত আমি বাইরে হবে যেতে ,
মাগরিব ছুটে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে।
এশার সময় বড় ক্লান্ত আমি,আছে অনেক কাজ
ফেসবুকে বসে দেখি তাই ললনাদের নানা সাজ।
কুরআন হাদিসে মন নেই,মন আমার অন্যখানে
সেই খানে কিছু না পেলে যাব চলে আরেক খানে।
ইবাদতের কোন খবর নাই,
তবু আমি মুসলমান।
ঈমানের কোন খোঁজ নাই,
তবু আমি জান্নাত চাই।
ক্ষমা কর প্রভু আমার,
অসীম ক্ষমাশীল তুমি,
কথা দিচ্ছি,ইনশাল্লাহ
সত্যিকার মুসলমান হব আমি।
নচ্ছার আমি, পাপিষ্ঠ আমি, আমি নরাধম,
তবু আমি মাফ চাই,আমি বান্দা অতি অধম।
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন