বাংলাদেশের সংখ্যালঘুদের কান্না

লিখেছেন লিখেছেন উত্তম বাবু ২৪ মার্চ, ২০১৩, ০৭:২১:৪৪ সন্ধ্যা



সাঈদী একাত্তরে লুট করেছে, খুন করেছে, করেছে ধর্ষণ !

এসব অপরাধে, আদালতে, তার হয়েছে ফাঁসি,

এতে হিন্দুদের মন্দির জ্বললো, ঘর-বাড়ি লুট হলো,

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই শুনলে পায় হাসি।

একাত্তরে কোনো সংখ্যালঘু, ছিলো না রাজাকার,

তবু তারাই হয়েছে বেশি, নির্যাতনের শিকার।



'৯২ তে বাবরি মসজিদ না ভেঙ্গেও

হারালো নিজের ঘর-বাড়ি, হলো খুন;

২০০১ এ ভোট দেওয়ার অপরাধে

তাদের বাড়ি-ঘর আবার হলো লুণ্ঠন।

মেয়েরা হলো ধর্ষিতা, জ্বললো মন্দির ঘর-বাড়ি,

বর্বরতার শিকার হলো, অসংখ্য হিন্দু নর-নারী।

২০১৩। মানবতা বিরোধী অপরাধে, আদালত দিচ্ছে ফাঁসি,

অথচ আক্রমনের শিকার হিন্দু, তাদের বিরুদ্ধে অপরাধ রাশি রাশি।

একাত্তরে সংখ্যালঘুরা যুদ্ধ করেছিলো

মুসলমানদের কাঁধে রেখে কাঁধ,

আজ হিন্দুরা এদেশে সুখে-শান্তিতে নেই,

কেউ কি বলবে, কী আমাদের অপরাধ ?

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File