নব্য রাজাকারদের প্রতি

লিখেছেন লিখেছেন উত্তম বাবু ১২ এপ্রিল, ২০১৩, ০৮:০১:৫১ রাত

হে, একবিংশ শতাব্দীর নব্য রাজাকার

সাধ জাগছে, লুটপাট-খুন-ধর্ষণ করবার?

নইলে কেনো তোরা সমর্থক তাদের?

যারা সর্বনাশ করেছে আমার মা বোনদের।

একাত্তরের গুরুদের মতো তোদের ও কি শখ?

করে লুটপাট খুন ধর্ষণ - হওয়া ধর্ষক!

একাত্তরে তোদের গুরুরা

ছিলো খুনি, ধর্ষক আর লুটেরা।

তাদের প্রতি কেনো থাকবে তোদের সমর্থন,

তাহলে কি তোরাও চাস করতে খুন, ধর্ষন।

তাছাড়া আর কি কারণ তাদের বাঁচানোর চেষ্টার,

এভাবে তোরা করছিস সর্বনাশ এই সুন্দর দেশটার।

জানি, তোদের একটা স্বপ্ন, এদেশ হবে পাকিস্তান;

স্বপ্ন তোদের আরও তোরা হবি তালেবান।

এটাই তোদের কাছে জিহাদ ইসলাম রক্ষার,

আর এজন্য তোরা প্রস্তুত আছিস মরার।

তোরা জানিস, এতে মরলে শহিদ বাঁচলে গাজি,

এটা অবিশ্বাসীদের তোরা কতল করতেও রাজি।

জিহাদে শহিদ হলে তোরা পাবি হুর,

অফুরন্ত সুখে তাদের সঙ্গে ফুর্তি হবে প্রচুর।

যারা লালন করে এই মধ্যযুগীয় বিশ্বাস,

এই বাংলায় তাদের জন্য নাই কোনো আশ্বাস।

কারণ এই বাংলায় কিছু মানুষ করে বাস,

যারা বিশ্বাস করে নিত্য,

'ধর্ম নয়,"সবার উপরে মানুষ সত্য"

বলেছেন, মধ্যযুগের কবি দ্বিজ চণ্ডীদাস।

বিষয়: সাহিত্য

১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File