সাভারের ধ্বংসযজ্ঞ

লিখেছেন লিখেছেন উত্তম বাবু ২৬ এপ্রিল, ২০১৩, ০৭:৫৩:৩৬ সন্ধ্যা



চোখে দেখা যায় না ওই বিভৎস দৃশ্য

কানে সয় না ওই বুকফাটা আর্তনাদ,

অবাক তাকিয়ে আজ সমগ্র বিশ্ব

ভেঙে গিয়েছে সহ্যের সব বাঁধ।

অবহেলা-অবজ্ঞায় মানবতা আজ স্তব্ধ

আর্তনাদে সাভারের বাতাস ভারী,

ঐ পিশাচেরা হবে না কি জব্দ ?

ওদের ধ্বংসে উঠবে না কি ঝড় প্রলয়ংকরী ?

বাঁচার আকুতি পাথরচাপা মানুষের

অপেক্ষা যন্ত্রণাময় মৃত্যু অথবা উদ্ধার,

অভিশাপ তাদের আজ সমূলে ধ্বংসের

অথবা চাওয়া নূন্যতম ন্যায় বিচার।

কংক্রিটে আটকা প্রাণের, উদ্ধার আকুতি

আর পচা লাশের গন্ধভরা বাতাসে-

সহস্র প্রচেষ্টা, কিন্তু নেই উদ্ধার শক্তি

সেখানে ভয়ংকর মৃত্যু চতুর্পাশে।

পচা-বিকৃত লাশের সারি অধরের মাঠে

আর অশ্রুসজল স্বজনের উৎকণ্ঠিত মুখ,

বিষন্ন রিপোর্টার-প্রেজেন্টার সংবাদ পাঠে

বিশ্বকে ধ্বংসলীলা দেখাচ্ছে ক্যামেরার চোখ।

বিষয়: সাহিত্য

১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File