টিউটর ও কুকুর

লিখেছেন লিখেছেন উত্তম বাবু ০৮ এপ্রিল, ২০১৩, ০৮:১১:৪১ রাত

আমরা যারা টিউটর

তারা এক শ্রেণির কুকুর।

বাসায় পড়াতে যাই,

নাস্তা দিলে খাই;

না দিলে খাই না,

কোনো অভিযোগ দিই না।

কুকুরেরও লাগলে ক্ষুধা

তারা লেজ নাড়ে-

তাকায় মায়া চোখে,

টিউটরের লাগলে ক্ষুধা

বলতে পারে নারে-

কথা ফোটে না মুখে।

বাসার কুকুরকে যখন তখন

তাড়ানো না যায়-

কারণ, তাতেও থাকে

কিছুটা মানবতার দায়।

কিন্তু টিউটরকে চাইলে তাড়াতে

কারণে অকারণে,

"কাল থেকে আসবেন না"

বলে দিলেই হয় ফোনে।

এখানে নেই মানবতার দায়,

ভাবে না কেউ তার ব্যয়-আয়,

ভাবতে হয় না তার-

বাসা ভাড়া, মেসের খরচ-

সে না এলেও মনের ভেতর

কারো, করে না খচখচ!

আমরাও যাই না ফিরে

করে দিলে একবার দূর,

কারণ, আমরা যে

আত্মসম্মানী কুকুর!

তারপরও অপেক্ষায় থাকি,

ডাকের; মাসের পর মাস,

যদি না করে আসি

তাদের কোনো সর্বনাশ।

যদি পাই ডাক, তখন-

মানি না সকাল-দুপুর,

ছুটে গিয়ে হাজির হই!

কারণ, আমরা, নির্লজ্জ কুকুর।

বিষয়: সাহিত্য

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File