পরীক্ষা ও হরতালের গান
লিখেছেন লিখেছেন উত্তম বাবু ০৯ এপ্রিল, ২০১৩, ০৯:২২:২৭ রাত
তিনি নিজেও নন তেমন শিক্ষিত
৭ বা ৮ বিষয়ে ম্যাট্টিক ফেল,
ছেলেদেরও দেন নি নৈতিক শিক্ষা
রয়েছে অভিযোগ, হয়েছে জেল।
অথচ তাদের পড়ানোর জন্য
নিয়েছিলেন সরকারি টাকা,
কিন্তু ভালো মানুষ হয় নি তারা
তাই ধরেছিলো পথ বাঁকা।
মায়ের থাকলে ভালো শিক্ষা
সন্তানের হয় শিক্ষা ভালো,
আদর্শ মানুষ হয় তারা
কেটে যায় হৃদয়ের কালো।
নিজের ছেলরা হয় নি মানুষ
দেন নি তাদের নৈতিক শিক্ষা,
তাই বোধ হয় তিনি ভাবেন
কেনো দেবে অন্যরা উচ্চশিক্ষার পরীক্ষা।
শিক্ষার প্রতি থাকলে একটু অনুরাগ
অথবা একটু ভালোবাসা,
কেউ কি দিতে পারে, এমন
উপহার (হরতাল), যা জাগায় হতাশা।
তিনি বোধ হয় চান না
পড়াশুনা করুক দেশের ছেলে-মেয়ে,
তাই পরীক্ষার দিন নাচানাচি
করেন হরতালের গান গেয়ে।
বিষয়: সাহিত্য
১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন