গনহত্যা
লিখেছেন লিখেছেন উত্তম বাবু ০৭ এপ্রিল, ২০১৩, ০৮:১৫:০০ রাত
'৯৫ এ কৃষক চেয়েছিলো সার,
বি.এন.পি সরকার তাদের দিয়েছিলো,
বন্দুকের গুলি উপহার।
মরেছিলো কৃষক ১৫, আহত হয়েছিলো বহু;
চারদিকে উঠেছিলো, নিন্দার ঝড় মূহুর্মূহু।
তবুও কেউ বলে নি সেটা ছিলো গনহত্যা,
তবে বিরোধী আওয়ামীলীগ পেয়েছিলো
তাতে আন্দোলনের বার্তা।
আবার ২০০৫ এ, চাঁপাইয়ের কানসাটে
চেয়েছিলো মানুষ বিদ্যুত,
সেখানে পুলিশ দিয়েছিলো দেখা,
হয়ে সাক্ষাত মৃত্যুদূত।
মরেছিলো মানুষ ১৯ জন,
নেবেই বিদ্যুত এই ছিলো পণ;
তাকেও গনহত্যা বলে নি কেউ
তবে জনমনে উঠেছিলো-
বি.এন.পি-সরকার বিরোধী ঢেউ।
২০০৩-০৪ এ অগণিত মানুষ,
মেরেছিলো আনসার-ভিডিপি-rab-পুলিশ,
বাড়ি থেকে তুলে নিয়ে-
ক্রসফায়ারের নাটক সাজিয়ে,
Rab-police মানুষ মারতো
গুলি করে পাখির মতো,
তখনো কেউ গণহত্যা বলে নি
কারণ, তারা '৭১ এর
গনহত্যাকে ভুলে নি।
২০১৩ তে, সাঈদীর ফাঁসি হলে
নির্বোধরা তার মুখ দেখে চাঁদে,
হুযুগে ঈমানদার মুসলিমরা
হায় হায় বলে কাঁদে।
জিহাদি জোশে তারা আক্রমণ করে
বাজার, আর হিন্দুদের মন্দির ঘর-বাড়ি,
রক্ষা পায় না সরকারি অফিস,
বিদ্যুত স্টেশন-থানা-পুলিশ-ফাঁড়ি।
উম্মত্তদের ঠেকাতে পুলিশ দেয় বাধা,
তারপর বাধ্য হয়ে ছুঁড়ে গুলি-
কেউ আহত হয়, মরে বেশ কজন,
অনেক মায়ের বুক হয়ে যায় খালি।
পুলিশ মারে নি কাউকে-ক্রসফায়ারে-সাধে
সার বা বিদ্যুত চাওয়ার অপরাধে!
আক্রান্ত পুলিশ প্রাণ বাঁচানোর দায়ে,
ছুঁড়েছিলো গুলি নিজের বিবেকের রায়ে।
তারপরও গনহত্যা বলে এটাকে,
মূর্খ ম্যাট্রিক ফেল খালেদা-
গনহত্যা কী?
সেটা বোঝা যায় না,
থাকলে পেটে অতটুকু বিদ্যা।
রাজনীতি নয়, প্রশ্ন করি খালেদাকে,
জিজ্ঞেস করুন নিজের বিবেককে,
সারের জন্য কৃষক,
বিদ্যুতের জন্য গ্রাহক,
ক্রসফায়ার, আর অপারেশন ক্লিনহার্ট
গনহত্যা যদি না হয় এগুলো!
তাহলে গনহত্যা কী ?
ব্যাখ্যা করে বলুন
আজকে জানতে চায় জাতি।
বিষয়: রাজনীতি
১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন