সাভার ট্র্যাজেডি : তাজরিন থেকে রানা প্লাজা
লিখেছেন লিখেছেন উত্তম বাবু ২৫ এপ্রিল, ২০১৩, ০৭:৪২:১৬ সন্ধ্যা
সাভারে লাশের মিছিল
এটা দুর্ঘটনা নয়, এটা ঠাণ্ডামাথায় হত্যা!
অর্থলোভী পিশাচরা পাক আজ এই বার্তা।
এই নরপশুদের নেই আজ কোনো ক্ষমা,
ওরা হত্যা করেছে আমার ভাই-বোন-মা।
ওরা নরপিশাচ, ওরা বিবেকহীন পশু,
ওরা পাবে না ক্ষমা আজ-কাল বা পরশু।
ওরা একবিংশ শতাব্দীর দাসপ্রথার মনিব,
ওরা ভয়ংকর, ওরা নৃশংস-নিকৃষ্ট জীব।
ওরা পুড়িয়ে মারে তরুন-তরুনী-যুবক,
ওরা হিংস্র, বন্য, হায়েনা-কুকুর শাবক।
ওরা সামান্য অর্থে মানুষকে বানায় দাস,
ওরা লম্পট-কুলাঙ্গার, হবে ওদের সর্বনাশ।
ফ্যাক্টরিতে ঢুকিয়ে মানুষ, ওরা গেটে মারে তালা,
একবিংশ শতাব্দীতে দাসপ্রথা! বিশ্বমানবতার জ্বালা।
শ্রমিকের অর্থ শুষে ওরা ঘুমায় এ.সি রুমে,
আর শ্রমিকরা শুয়ে রাতে জ্যাবজেবে হয় ঘামে।
যে গাড়িতে চড়ে ওরা, ওটা শ্রমিকের ঘামে কেনা,
যে বাড়িতে থাকে ওরা, ওটা শ্রমিকদের অ-চেনা।
ওরা রক্ত চোষা, ওরা অর্থ স্বার্থে অন্ধ,
ওরা অমানুষ, ওদের মানবতার দ্বার বন্ধ।
ওরা জড়, ওরা ক্লীব, জানাই ওদের ধিক্কার,
ওরা বধির, শুনে না, শ্রমিকের কান্না-চিৎকার।
ওরা টাকার কুমির, ওরা সমাজে নামী-দামী,
ওরা খুনী, ওদের নোংরা মুখে, থুথু ছিঁটাই আমি।
ওদের টাকা-য় শ্রমিকের রক্ত-কান্না-জল,
ওরা বুর্জোয়া, ওরা শোষক শ্রেণির দল।
ওরা মানুষ মারে পুড়িয়ে, তবু কাপেঁনা হৃদয়!
নড়ে বিশ্ব বিবেক-
সেই রক্তমাখা হাতে, হয়তো আনন্দে কাটে,
নিষ্পাপ শিশুর জন্মদিনের কেক!
যে শিশু হলো মাতৃহারা, যার স্বপ্ন হলো বিলীন-
মনে রাখিস, সেই শিশুর কাছে, তোর সন্তানের,
হয়ে রইলো অনেক ঋণ।
যে ভাই হারালো বোনকে, বোন হারালো ভাই-
তাদের অভিশাপ থেকে তোদের ক্ষমা নাই।
যে স্বামী হারালো বধূ, বধূ হারালো তার স্বামী,
সে চোখের জল কত লোনা ? তা জানেন অন্তর্যামী।
ঐ চোখের জলে তোদের চলার পথ
হয়ে রইলো পিছল,
ওরে বিবেকহীন, এজন্য তোর সন্তানকে একদিন
ফেলতে হবেই চোখের জল।
এই অভিশাপ-ই আজ তোদের প্রাপ্য
তোরা, যারা, খুনী, রক্ত চোষা-
তোদের নিষ্ঠুরতায় বিশ্ববিবেক আজ স্তব্ধ
তাই,গালি ছাড়া, হারিয়ে ফেলেছি সব ভাষা।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন